Hanuman Jayanti Panchagrahi Rajyog 2025: আগামী ৪৮ ঘণ্টায় শক্তির বিস্ফোরণ! হনুমান জয়ন্তীতে দুর্লভ সংযোগ! ৩ রাশির কেরিয়ার তুঙ্গে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Hanuman Jayanti Panchagrahi Rajyog 2025: হনুমানের শক্তিতে ৩ রাশির জন্য স্বপ্নপূরণের রূপকথা জীবন, বাধা বিপত্তি গুঁড়িয়ে দেবেন জাতক-জাতিকা
advertisement
1/15

বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে ৷ আগামিকাল অর্থাৎ ১২ এপ্রিল ২০২৫ পবনপুত্র হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
৫৭ বছর পরে বিরাট সংযোগ তৈরি হচ্ছে ৷ কেননা মীনে সূর্য, বুধ, শুক্র, রাহু ও শনি বিবাজমান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এরফলেই পঞ্চগ্রহী রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ কয়েকটি রাশির জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ এবার ভাল পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট অবধিতে নবগ্রহ রাশি পরিবরর্তন করে থাকে ৷ যার সরাসরি প্রভাব ১২ রাশির উপরে পড়ে কোনও কোনও ক্ষেত্রে সেই প্রভাব শুভ আর কোনও ক্ষেত্রে সেই প্রভাব অশুভ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
গ্রহের যেমন রাশি পরিবর্তন থাকে ঠিক তেমনই বিশেষ বিশেষ পরিবর্তন থাকে যেমন বক্রি, মার্গি, উদয়, অস্ত্র, রাজযোগ, মহামিলন বা মহায়ুতি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
এই মুহূর্তে মীনে, রাহুর সঙ্গে সঙ্গে বুধও বিরাজমান ৷ ২৮ মার্চ চন্দ্র মীনে প্রবেশ করবেন ৷ এরফলে সূর্য, বুধ, শুক্র, রাহু, চন্দ্রের মহামিলন বৃহস্পতির রাশিতে পঞ্চগ্রহী যোগে সৃষ্টি করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
এরফলেই বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজযোগ অত্যন্ত বড়সড় সাফল্য নিয়ে আসতে চলেছে ৷ রাশির দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে এরফলে একই সঙ্গে সূর্য, শুক্র, বুধ, রাহু ও চন্দ্রের বিশেষ কৃপা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
পঞ্চগ্রহী রাজযোগ দ্বিতীয় ঘরে লগ্নে শনিদেব এরফলেই আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ জীবনে সুখ শান্তি বিরাজমান এরফলে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজযোগ বিরাট প্রভাব বিস্তার করবে ৷ রাশির তৃতীয় ঘরে পঞ্চগ্রহী রাজযোগের নির্মাণ হবে ৷ এরফলে জাতক-জাতিকাদের অত্যন্ত লাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
টাকা পয়সার সঙ্গে সঙ্গে সম্পত্তি বৃদ্ধি হবে ৷ বড়সড় মুনাফা হতে পারে ৷ ব্যবসা বাণিজ্যে চোখে পড়ার মত লাভ হবে ৷ সমস্ত কিছুই আসবে এবার জীবনে আগের থেকে ভাল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বরদানের থেকে কোনও অংশে কম নয় ৷ এই রাশির জাতক-জাতিকারা ধন সম্পত্তি পাবেন ৷ বেশ কিছু ইচ্ছাপূরণ হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ৷ ঘরে বাইরে প্রচুর উন্নতি করতে পারবেন ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ লাভ হবে ৷ ব্যবসা বাণিজ্যে নতুন নতুন ডিল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
প্রেমের জন্য অত্যন্ত সুন্দর সময় আসবে, রাশির এগারোতম ঘরে এই সংযোগ তৈরি হয়েছে ৷ টাকা পয়সা রোজগারের বিশেষ উন্নতি হবে ৷ সঙ্গীর সঙ্গে সুন্দর জীবন তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti Panchagrahi Rajyog 2025: আগামী ৪৮ ঘণ্টায় শক্তির বিস্ফোরণ! হনুমান জয়ন্তীতে দুর্লভ সংযোগ! ৩ রাশির কেরিয়ার তুঙ্গে