Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তী এবার মঙ্গলবার, আজ নিয়ম মেনে বজরঙ্গবলীকে 'এই' ৫ দ্রব্য দিন, ফল মিলবে হাতেনাতেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Hanuman Jayanti 2024: হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেন না। আজ হনুমান জয়ন্তীতে হনুমান জীর পুজো করুন। আপনি ভক্ত হলে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন।
advertisement
1/8

*হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেননি। যে ব্যক্তি নিয়ম অনুসারে এবং নিয়মিত হনুমান জীর পুজো করেন, বজরংবলী তার সমস্ত কষ্ট দূর করেন। অজানা ভয় থেকেও মুক্তি দেন বলে বিশ্বাস।
advertisement
2/8
*আজ পবিত্র হনুমান জয়ন্তী। তার উপরে মঙ্গলবার। আপনি যদি হনুমান জীর ভক্ত হন, তবে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন, উন্নতির শিখরে পৌঁছতে সময় লাগবে না।
advertisement
3/8
*মঙ্গলবার হনুমান জীর প্রসাদে বোঁদে দিন। বোঁদের তৈরি মিষ্টিও নিবেদন করতে পারেন।
advertisement
4/8
*মঙ্গলবার হনুমান জী প্রসাদে বেসন দিয়ে তৈরি লাড্ডুও অর্পণ করতে হবে। এতে আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
advertisement
5/8
*হনুমান জী গাঁদা ফুল পছন্দ করেন। মঙ্গলবার হনুমানজীর পায়ে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে সমস্ত কাজ সফল হবে বলে বিশ্বাস করা হয়।
advertisement
6/8
*বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হবে। আপনি সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমান জীর পায়ে অর্পণ করুন, ফল মিলবে হাতেনাতে।
advertisement
7/8
*লাল রং হনুমান জীর খুব প্রিয়, তাই মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীকে লাল কাপড় নিবেদন করা যেতে পারে।
advertisement
8/8
*এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ অনুমানের ওপর ভিত্তিতে লেখা। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না। অনুগ্রহ করে বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ দিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তী এবার মঙ্গলবার, আজ নিয়ম মেনে বজরঙ্গবলীকে 'এই' ৫ দ্রব্য দিন, ফল মিলবে হাতেনাতেই