TRENDING:

Hanuman Jayanti 2024 Astrology: আজ থেকে ১১ মঙ্গলবার দিনের ঠিক 'এই' মুহূর্তে পড়ুন হনুমান চালিশা, সংসারে ছুঁতে পারবে না অশান্তি-অভাব, টাকার পাহাড়ে বসবেন

Last Updated:
Hanuman Jayanti 2024 Astrology: ১১ মঙ্গলবার নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন, সংসারে শান্তি ফিরবে, যা চাইবেন সবই হবে মনের মতো, জানুন জ‍্যোতিষের মত।
advertisement
1/6
১১ মঙ্গলবার ঠিক 'এই' মুহূর্তে পড়ুন হনুমান চালিশা, সংসারে ছুঁতে পারবে না অভাব
*পারিবারিক সমস‍্যায় জর্জরিত। কিভাবে ফিরবে শান্তি? এই চিন্তা ঘুরছে মাথায়। ১১ মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করুন জানালেন জ‍্যোতিষী। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*জ্যোতিষীর মতে, মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করা যেতে পারে। সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন। আপনি যদি সন্ধ্যায় পড়তে চান তবে আপনার হাত এবং পা সঠিকভাবে ধুয়ে নিয়ে তা পাঠ করতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*বিশ্বাস করা হয় যখন কোনও ব্যক্তি হনুমান চালিশা পাঠ করেন, তখন ভগবান হনুমান তার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন। ভগবান হনুমান আপনাকে আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*আপনি যদি পূর্ণ ভক্তি সহকারে তাঁর কাছে প্রার্থনা করেন তবে ভগবান হনুমান আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবেন এবং আপনি একটি মসৃণ জীবনযাপন করতে সক্ষম হবেন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*জ‍্যোতিষী জানান,
advertisement
6/6
*ঘরে হনুমান জীর মূর্তি, ছবি থাকলে তার সামনে গিয়ে হনুমান চালিশা পাঠ করার পূর্বে কর্পূর জ্বেলে নিতে হবে। লক্ষ‍্য রাখতে হবে যতক্ষণ চালিশা পাঠ চলে ততক্ষণ যেন কর্পূরটি জ্বলতে থাকে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti 2024 Astrology: আজ থেকে ১১ মঙ্গলবার দিনের ঠিক 'এই' মুহূর্তে পড়ুন হনুমান চালিশা, সংসারে ছুঁতে পারবে না অশান্তি-অভাব, টাকার পাহাড়ে বসবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল