Guru Shani Durlabh Yog 2025: শ্রাবণে বৃহস্পতি-শনির দুরন্ত সংযোগ! ৫ রাশির কপালে আছড়ে পড়বে সম্পত্তি, ৫০০ বছর পরে দুর্লভ মুহূর্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Guru Shani Durlabh Yog 2025: দেবগুরু বৃহস্পতি-কর্মফলদাতা শনিদেব পাঁচ রাশিকে ভরিয়ে দেবেন
advertisement
1/16

দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ, শ্রাবণ মাসের আগেই আজ অর্থাৎ রবিবারেই মীনে শনিদেব বক্রি হতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে আগামী ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বক্র চালেই থাকবেন তিনি ৷ একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
দুই শক্তিশালী গ্রহের শুভ মিলনে কয়েক বছর পরে বিরাট মুহূর্ত তৈরি হতে চলেছে ৷ জীবন থেকে সঙ্কটের মুহূর্ত দূরে থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
পাঁচ রাশির জন্য শনি-বৃহস্পতির মহামিলন মহাক্ষেত্রের নির্মাণ করবে ৷ গুরু-শনির সংযোগের ফলে মীন রাশির জাতক-জাতিকার আত্মবিশ্বাস বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
যেকোনও বড়সড় সিদ্ধান্ত নিতে কোনও প্রকারের মনে দ্বিধা বা দ্বন্দ্ব থাকবেনা ৷ কেরিয়ারে পাবেন বাম্পার লাভ ৷ বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বাড়বে মুনাফা ৷ অফিসের বস কাজে খুশি হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
সঠিক দায়িত্ব পালন করতে পারবেন অতি সহজেই ৷ আধ্যাত্ম চেতনা বৃদ্ধি হবে, বাড়িতে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণের আগেই বৃহস্পতি-শনির মহামিলন বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ এই সময়ে পরিস্থিতি হবে অনুকূল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
বাড়িতে সুখ-শান্তির বসবাস হবে ৷ বাড়ি বা গাড়ি কিনতে পারবেন জাতক-জাতিকারা ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ একাধিক সমস্যায় জর্জরিত ব্যক্তিরা এবার লাভের মুখ দেখবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
মিথুন রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে চলেছে ৷ দুই শক্তিশালী গ্রহ ৫০০ বছর পরে একে অপরের নিকটে আসতে চলেছেন ৷ এরফলেই প্রসন্ন হবেন ভাগ্য দেবতা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
শিবের কৃপায় জীবন হবে আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত ৷ সমাজে বৃদ্ধি পাবে মান সম্মান বৃদ্ধি পাবে ৷ আইন আদালত সংক্রান্ত বিষয়ের রায় পক্ষেই থাকবে ৷ মানসিক স্বস্তি পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
বৃহস্পতি-শনির দুর্লভ সংযোগে বিশাল লাভ হতে চলেছে কন্যা রাশির ৷ বিভিন্ন ক্ষেত্রে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসবে এবার ৷ মহাদেবের আশীর্বাদে জীবন আগের আরও ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
কন্যা রাশির স্বামী বুধ, যাঁরা স্বপ্ন দেখেছেন নানান সেই স্বপ্ন সফল হবে এবার ৷ মনের মত বাড়ি, গাড়ি পেতে পারেন জাতক-জাতিকারা ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
প্রতিটি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন জাতক-জাতিকারা ৷ সব মিলিয়ে এবার ভাল সময়ের মুখোমুখি হবেন জাতক-জাতিকারা ৷ তুমুল উন্নতির সংযোগ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি-শনির মহাসংযোগ বিরাট লাভের মুখ দেখাবে ৷ দেবগুরু ধনের ঘরে উদিত হতে চলেছেন ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
পুরনো রোগ বা পীড়া থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকারা ৷ বন্ধ বান্ধবের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাতে পারবেন, বাবা-মা অথবা পরিবারের লোকেদের সঙ্গে ভাল সময় কাটবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
<strong><span style="color: #800080;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Shani Durlabh Yog 2025: শ্রাবণে বৃহস্পতি-শনির দুরন্ত সংযোগ! ৫ রাশির কপালে আছড়ে পড়বে সম্পত্তি, ৫০০ বছর পরে দুর্লভ মুহূর্ত