Guru Purnima Vastu Tips: আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জলে হলুদ মিশিয়ে ছোট্ট কাজ! সদর দরজায় এঁকে দিন ‘এটা’! অভাবের ভাটা ফিকে হয়ে আসবে টাকার জোয়ার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Guru Purnima Vastu Tips:এই তিথিতে কিছু আচার আচরণ পালন করলে জীবনে ধনসম্পদ এবং শ্রী সমৃদ্ধি উপচে পড়বে৷
advertisement
1/7

বছরে বারোটি পূর্ণিমার মধ্যে গুরু পূর্ণিমা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৃহস্পতিবার পড়েছে এই পুণ্যতিথি৷ ১০ জুলাই, বৃহস্পতিবার দিনভর আছে এই পুণ্যতিথি৷ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷
advertisement
2/7
এই তিথিতে কিছু আচার আচরণ পালন করলে জীবনে ধনসম্পদ এবং শ্রী সমৃদ্ধি উপচে পড়বে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/7
গুরু পূর্ণিমায় ঘর মোছার জলে মিশিয়ে নিন সামান্য হলুদ৷ তার পর সেই জল দিয়ে বাড়িঘর মুছুন৷ পরিষ্কার করুন মূল দরজা৷ এতে পুণ্যলাভ করা যায়৷ তাছাড়া হলুদের কারকিউমিন বর্ষায় কাজ করে জীবাণুনাশক অ্যান্টিসেপ্টিক হিসেবে৷
advertisement
4/7
এই পুণ্যতিথিতে দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো করুন৷ পুজোর সময় পরিধান করুন হলুদ পোশাক৷ পুজোর নৈবেদ্যে নিবেদন করুন হলুদ রঙের প্রসাদ৷ প্রসাদ ও নৈবেদ্যে তুলসিপাতা দেবেন৷ সন্ধ্যায় দেববিগ্রহের সামনে প্রজ্বলন করুন প্রদীপ৷
advertisement
5/7
আষাঢ় পূর্ণিমায় বাড়িতে গুরুযন্ত্র স্থাপন করলে কুণ্ডলীতে গুরুদোষ কেটে যায়৷ হলুদ শস্য, হলুদ কাপড় ও হলুদ মিষ্টি এই তিথিতে দরিদ্রদের দান করলে ব্যবসায় মন্দা দোষ কেটে যায়৷ এই তিথিতে দানধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
6/7
এই তিথিতে গোমাতার সেবা করলে যে কোনও ক্ষেত্রে মনঃসংযোগ বাড়ে৷ বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে দূর হয় অভাব অনটন৷
advertisement
7/7
গুরুপূর্ণিমার সন্ধ্যায় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে নিবেদন করুন চন্দ্রদেবকে৷ এদিন প্রদোষে চন্দ্রদেবের পুজো করলে শুভ এবং পুণ্যফল লাভ করা যায়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Purnima Vastu Tips: আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জলে হলুদ মিশিয়ে ছোট্ট কাজ! সদর দরজায় এঁকে দিন ‘এটা’! অভাবের ভাটা ফিকে হয়ে আসবে টাকার জোয়ার!