Guru Purnima 2022: গুরু পূর্ণিমার শুভ তিথিতে এই কাজগুলি করে জীবন সুখসমৃদ্ধিতে ভরে তুলুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Guru Purnima 2022: গুরুকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ তিথি মনে করা হয় এই গুরু পূর্ণিমাকে
advertisement
1/12

আজ, বুধবার শুভ গুরু পূর্ণিমা ৷ ভারতবর্ষে যে গুরু শিষ্যের প্রাচীন পরম্পরা, এই তিথিতে তা উদযাপিত হয়৷ গুরুকে শ্রদ্ধা জানান শিষ্য ও ভক্তবৃন্দ ৷ গুরুকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ তিথি মনে করা হয় এই গুরু পূর্ণিমাকে ৷ প্রাচীন কাল থেকে এই তিথি ভারতীয় সংস্কৃতিতে বিশেষ গুরুত্বপূর্ণ৷
advertisement
2/12
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, গুরু পূর্ণিমা তিথি শুরু হয়েছে বুধবার ভোর ৪ টে ০২ মিনিটে৷ এই তিথি থাকবে রাত ১২ টা ০৮ মিনিট অবধি৷ গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা তিথি শুরু হয়েছে মঙ্গলবার রাত ২ টো ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডে ৷ এই তিথি থাকবে রাত ১২ টা ২৮ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত ৷ আর এই তিথিতে এই কাজগুলো করলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হবে ৷
advertisement
3/12
এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে, তা হলে তা উত্তর দিকে রেখে তাঁর সামনে একটিঘিয়ের প্রদীপ জ্বাললে দারিদ্র দূর হয় এবং অর্থ ভাগ্য ভাল হয়।
advertisement
4/12
গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। নারকেল মালক্ষ্মীর খুব প্রিয়। তাই নারকেলকে লক্ষ্মীদেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই গুরুপূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মীদেবীর পুজো করুন।
advertisement
5/12
চন্দ্রদেবকেই প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আর্যরা। তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমারদিন সন্ধ্যায় ধূপ-দীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনও সাদা রঙের প্রসাদ নিবেদন করুন।
advertisement
6/12
ব্যবসায় উন্নতি আনতে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করুন। এতে ব্যবসায় উন্নতি হবে।
advertisement
7/12
এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায়। এই পুজো পুরোহিত দিয়ে করাতে হবে।
advertisement
8/12
এই দিন অন্ন, বস্ত্র বা সাধ্যমতো যা কিছু গরিবদের দান করুন।
advertisement
9/12
সম্ভব হলে এই দিন গঙ্গাস্নান করুন। এই দিন গঙ্গাস্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
10/12
গুরু পূর্ণিমার দিন সারা দিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সত্যনারায়ণ পুজোর আয়োজন করাও খুব শুভ। বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায়।
advertisement
11/12
গুরু পূর্ণিমার দিন পশুপাখিকে খাওয়ানোর চেষ্টা করুন।
advertisement
12/12
এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনের কামনা জানান। এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয়। নবগ্রহ যন্ত্রের ওপর তিলক কাটতে ভুলবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Purnima 2022: গুরু পূর্ণিমার শুভ তিথিতে এই কাজগুলি করে জীবন সুখসমৃদ্ধিতে ভরে তুলুন