Astrology: শুধু ডিসেম্বর শেষের অপেক্ষা...জানুয়ারির শুরুতেই দেবগুরুর গোচর! '২৬ সালে ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকাপয়সা, সোনাদানায় মুড়বে কপাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guru Gochar 2026 Rashifal: একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে ২০২৬ সালে৷ গ্রহের গোচর এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন যোগ৷ সব মিলিয়ে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিশেষ হতে চলেছে আগামী বছর৷
advertisement
1/9

একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে ২০২৬ সালে৷ গ্রহের গোচর এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন যোগ৷ সব মিলিয়ে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিশেষ হতে চলেছে আগামী বছর৷ ডিসেম্বরের শেষে, জানুয়ারি মাসের একেবারে শুরুতেই স্থান পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি৷
advertisement
2/9
২০২৬ সালের ৪ জানুয়ারি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পাদে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি৷ রবিবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পাদে গোচর করবেন।
advertisement
3/9
বৃহস্পতির মতো শক্তিশালী গ্রহের গোচরের প্রভাব ১২ টি রাশির জাতক জাতিকার উপর পড়লেও বিশেষভাবে লাভবান হবে ৬টি রাশির জাতক-জাতিকারা৷ জানুয়ারি মাসের শুরু থেকেই কপাল খুলে যাবে এই ৬ রাশির জাতক জাতিকাদের৷
advertisement
4/9
মিথুন রাশি: বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পেতে পারেন৷ ভাগ্য খুলে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের উন্নতি হবে ও ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে। এই সময়ে জাতকরা সৃজনশীল হবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে।
advertisement
5/9
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচর লাভজনক প্রমাণিত হতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা ও স্থায়িত্ব আসবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। বছরের শুরু থেকেই অর্থ উপার্জনের বহু সুযোগ তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ মিলবে। পুরনো পরিকল্পনায় কাজ শুরু করতে পারবেন
advertisement
6/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকারাও শুভ ফল পেতে চলেছে বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচরের ফলে৷ সুখের পথ খুলবে এবং বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তির ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। উচ্চশিক্ষার জন্য করা প্রচেষ্টার শুভ ফল মিলবে। আধ্যাত্মিক উন্নতি হবে এবং কর্মজীবনে নতুন দিশা পাবেন। অগ্রগতির পথ প্রশস্ত হবে।
advertisement
7/9
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারা বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচরে ইতিবাচক ফল পেতে চলেছেন৷ দাম্পত্য জীবনে প্রেম বৃদ্ধি পাবে। অংশীদারিত্বে করা কাজ সফল হবে এবং পারিবারিক জীবনে সুখের সঞ্চার হবে। আইনি বিষয়ে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সমন্বয় তৈরি হবে। ব্যবসায় স্থিতিশীলতা আসবে।
advertisement
8/9
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচরের ফলে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার নতুন পথ খুলবে।সন্তান পক্ষ থেকে শুভ সংবাদ মিলতে পারে। ব্যবসায় বড় বিনিয়োগ বড় লাভ দিতে পারে। বাড়িতে বিবাহ বা অন্য কোনও শুভ অনুষ্ঠান হতে পারে।
advertisement
9/9
মীন রাশি:মীন রাশির জাতক জাতিকাদের জন্য গুরু বৃহস্পতির নক্ষত্র-পাদ গোচর বিশেষ ফল দিতে পারে। ২০২৬ সালের শুরুতে এই গোচর বিবাহ সংক্রান্ত সমস্যার অবসান ঘটাবে। কম পরিশ্রমে বেশি লাভের সম্ভাবনা থাকবে। তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: শুধু ডিসেম্বর শেষের অপেক্ষা...জানুয়ারির শুরুতেই দেবগুরুর গোচর! '২৬ সালে ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকাপয়সা, সোনাদানায় মুড়বে কপাল