TRENDING:

Guru Gochar 2023: সপ্তাহান্তে বৃহস্পতির গোচর! কোন রাশির জীবনে পড়বে কেমন প্রভাব, দেখে নিন

Last Updated:
বৃহস্পতির গোচরের ফলে রাশিচক্রের উপর নানা রকম প্রভাব পড়বে। দেখে নেওয়া যাক কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে ৷
advertisement
1/13
সপ্তাহান্তে বৃহস্পতির গোচর! কোন রাশির জীবনে পড়বে কেমন প্রভাব, দেখে নিন
আগামী ২২ এপ্রিল ভোর ৫টা ৫৪ মিনিটে মেষ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি। আগামী ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বক্রী হবেন এবং ৩১ ডিসেম্বর ২০২৩ সকাল ৮টা ১১ মিনিটে মার্গী অবস্থানে থাকবেন। বৃহস্পতির গোচরের ফলে রাশিচক্রের উপর নানা রকম প্রভাব পড়বে। দেখে নেওয়া যাক কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে ৷
advertisement
2/13
মেষ— অপ্রত্যাশিত ফল মিলতে পারে। কিন্তু এসময় জেদ বা আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোনও কাজ সম্পূর্ণ না হওয়া কাউকে বলার দরকার নেই। সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে কোথাও বাধা আসতে পারে। দাম্পত্য সফল হবে।
advertisement
3/13
বৃষ— এই রাশির দ্বাদশ ঘরে গমন করছেন বৃহস্পতি। ব্যয় বাড়বে, কাজের জন্য পরিশ্রমও বাড়বে। বিদেশী বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ আসতে পারে। ভাল ফল করতে পরিশ্রম বেশি করতে হবে। টাকা ধার দেওয়া যাবে না।
advertisement
4/13
মিথুন- এই রাশির একাদশ ঘরে গমনের করছেন বৃহস্পতির। আয়ের উপায় বাড়বে, পাওনা টাকা আদায়ের সম্ভাবনা। প্রতিযোগিতায় ভাল ফল হবে। সন্তান লাভের সম্ভাবনা। সরকারি দরপত্রের জন্য আবেদন করা যেতে পারে।
advertisement
5/13
কর্কট— দশম ঘরে বৃহস্পতির গোচরের ফলে অপ্রত্যাশিত ফলাফলের মুখোমুখি হতে হবে। কর্মস্থল বদলের সম্ভাবনা। উর্ধ্বতনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া কাঙ্ক্ষিত নয়। জমি-জমা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হবে।
advertisement
6/13
সিংহ— নবম ঘরে গোচরের ফলে আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ তৈরি হতে পারে। সৌভাগ্য থাকবে, গৃহীত সিদ্ধান্ত এবং কাজের প্রশংসাও মিলবে।
advertisement
7/13
কন্যা— অষ্টম ঘরে বৃহস্পতির গোচরের প্রভাব খুব একটা ভাল বলা যাবে না। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন। আইনি সমস্যার সমাধান করতে হবে। বিবাহে বিলম্ব। দাম্পত্য জীবনে তিক্ততা আসতে পারে। অপমানিত হওয়ার আশঙ্কা। তবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে।
advertisement
8/13
তুলা— এই রাশির সপ্তম ঘরে গোচর করবে বৃহস্পতি। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। তবে যৌথ ব্যবসা এড়িয়ে চলাই ভাল। সরকারি কাজের নিষ্পত্তি হবে। কৌশল করে কাজ করতে হবে।
advertisement
9/13
বৃশ্চিক— এই রাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতির গমনে মিশ্র ফল মিলবে। বিদেশ ভ্রমণ বা অধ্যয়নের সুযোগ মিলবে। আয়ের সুযোগ বাড়বে। চাকরিতেও পদোন্নতি ও নতুন চুক্তির সম্ভাবনা। গোপন শত্রু থেকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের যত্ন দরকার। অতিরিক্ত ঋণ লেনদেন করা যাবে না।
advertisement
10/13
ধনু— এই রাশির পঞ্চম ঘরে গোচরের ফলে শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য আসবে। প্রেম সংক্রান্ত বিষয়ে তীব্রতা থাকবে। বিয়ের সিদ্ধান্তে সাফল্য। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কও দৃঢ় হবে।
advertisement
11/13
মকর— এই রাশির চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান খুব ভাল ফল দেবে না। তবে সাফল্যে আসবে। পারিবারিক কলহ থেকে মানসিক যন্ত্রণা তৈরি হতে পারে। অপ্রীতিকর সংবাদ মিলতে পারে।
advertisement
12/13
কুম্ভ— এই রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির গমন সাফল্য আনবে। বিদেশ ভ্রমণ, বিদেশি সংস্থায় চাকরি বা নাগরিকত্ব প্রাপ্তির জন্য শুভ। আধ্যাত্মিক উন্নতি হবে, গৃহীত সিদ্ধান্ত বা কাজের জন্য প্রশংসাও মিলবে। শিক্ষা প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য আসবে।
advertisement
13/13
মীন—এই রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির গমন আনন্দ নিয়ে আসবে। দামি বিলাস সামগ্রী জিনিস কেনা যেতে পারে। নিজের বাগ্মিতায় প্রতিকূল পরিস্থিতি জয় করা যাবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র হতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Gochar 2023: সপ্তাহান্তে বৃহস্পতির গোচর! কোন রাশির জীবনে পড়বে কেমন প্রভাব, দেখে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল