Guru Gochar 2023: অস্তমিত দশায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এই কয়েক রাশির সৌভাগ্যও থাকবে সুদূর পরাহত!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
১২টি রাশির জাতক-জাতিকারই তাই সতর্ক থাকা উচিত। তবে বিশেষ করে কয়েকটি রাশির উপরে বৃহস্পতির অস্তায়মান দশার গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তারা কারা দেখে নেওয়া যাক একে একে।
advertisement
1/7

বলা হয়, অস্তায়মান সূর্যের দিকে না কি তাকাতে নেই, তা দুর্ভাগ্য ডেকে আনে। অর্থাৎ ভারতীয় মতে অস্তায়মান গ্রহ সব সময়েই আমাদের ভাগ্যাকাশে দুর্গতির দ্যোতক। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রেও এই কথা এখন সত্য প্রমাণিত হয়েছে। কেন না, মীন রাশিতে তিনি এখন অবস্থান করছেন অস্তায়মান দশায়। এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে তিনি উদিত হবেন মেষ রাশিতে।
advertisement
2/7
বৃহস্পতির এই অস্তায়মান দশার ভারতীয় জ্যোতিষে অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এই সময়কালে শুভকাজে হাত দেওয়া হয় না। ১২টি রাশির জাতক-জাতিকারই তাই সতর্ক থাকা উচিত। তবে বিশেষ করে কয়েকটি রাশির উপরে বৃহস্পতির অস্তায়মান দশার গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তারা কারা দেখে নেওয়া যাক একে একে।
advertisement
3/7
মিথুন- বাণিজ্যিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকাদের বিশেষ করে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, অংশীদারিত্বে মনোমালিন্যে সৃষ্টি হতে পারে। শুধু তা-ই নয়, বিবাদের সম্ভাবনা রয়েছে স্বামী/স্ত্রীর সঙ্গেও। এই সময়ে তাই বিবাদ থেকে দূরে থাকতে হবে।
advertisement
4/7
ধনু- ধনু রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ খেয়াল রাখা দরকার। জাতক-জাতিকার মায়ের স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা দিতে পারে। প্রণয়ের সম্পর্কের মাধুর্য মনোমালিন্যের কারণে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
কন্যা- এই রাশির জাতক-জাতিকার জীবনে নানা দিক থেকে সমস্যা ঘনিয়ে আসবে। তাই এঁদের বিবাদ থেকে শতহস্ত দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একটা বেফাঁস কথাই কর্মক্ষেত্র থেকে ব্যক্তিজীবনের সব কিছু ভণ্ডুল করে দিতে পারে।
advertisement
6/7
কুম্ভ- এই সময়ে এই রাশির জাতক-জাতিকার কথাবার্তায় কঠোরতা বৃদ্ধি পাবে, ফলে কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকবে। বিনিয়োগ থেকেও এই সময়ে সতর্ক থাকতে হবে, না হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
advertisement
7/7
মীন- এই রাশিতেই অস্ত যাচ্ছেন দেবগুরু- ফলে এঁদের স্বাস্থ্যহানির সম্ভাবনা অতীব প্রবল। পাশাপাশি, কর্মক্ষেত্র ও পরিবারে অশান্তি শুরু হবে। তাই এই সময়ে আর্থিক এবং অন্য যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই উচিত হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Gochar 2023: অস্তমিত দশায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এই কয়েক রাশির সৌভাগ্যও থাকবে সুদূর পরাহত!