Guru Chandal Yog 2023: রাহুর অবস্থান বদলে তৈরি চণ্ডাল যোগ! হতে পারে নানা বিপদ, সতর্ক থাকুন এই ৩ রাশি
- Published by:Suvam Mukherjee
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Guru Chandal Yog 2023: মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রিত হলে সেই মিলনের দ্বারা উৎপন্ন হয় চণ্ডাল যোগ
advertisement
1/9

অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, বর্তমানে মেষ রাশিতে রাহুর গোচর চলছে। এই মেষ রাশিতেই আগমন ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতির।
advertisement
2/9
বলা হয়, মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রিত হলে সেই মিলনের দ্বারা উৎপন্ন হয় চণ্ডাল যোগ। এই যোগ বিশেষ কয়েকটি রাশির জন্য এবার ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে।
advertisement
3/9
৩০ অক্টোবর পর্যন্ত কিছু রাশির জাতক-জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে পরামর্শ পণ্ডিত কল্কি রামের। চণ্ডাল যোগ কেমন বিপত্তি ডেকে আনছে, তা নিয়ে কী বলছেন পণ্ডিত কল্কি রাম, জেনে নিন।
advertisement
4/9
মেষ রাশি: এই রাশিতেই যেহেতু চণ্ডাল যোগ উৎপন্ন হয়েছে, তাই এই রাশির ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। চার দিক থেকে নানা খারাপ খবর আসতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল না থাকারই সম্ভাবনা।
advertisement
5/9
মেষ রাশি: এমতাবস্থায় সকলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। দুর্ঘটনার যোগ থাকায় গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকতে হবে।
advertisement
6/9
মিথুন রাশি: ৩০ অক্টোবর পর্যন্ত এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা থাকবে। বিশেষ করে সমস্যা দেখা দেবে আর্থিক দিক থেকে।
advertisement
7/9
মিথুন রাশি: ব্যবসায়ীদের যথেষ্ট মুনাফা না হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। তা যথাসম্ভব বুঝে খরচ করতে হবে। দাম্পত্য জীবনেও দেখা দেবে তিক্ততা।
advertisement
8/9
কন্যা রাশি: চণ্ডাল যোগের বিপত্তির হাত থেকে নিষ্কৃতি পাবেন না কন্যা রাশির জাতক-জাতিকারাও। তাঁদেরও পড়তে হবে আর্থিক সমস্যার মুখে।
advertisement
9/9
কন্যা রাশি: স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, সতর্ক না হলেই বড়সড় প্রমাদ ঘটে যেতে পারে জীবনে। (প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Chandal Yog 2023: রাহুর অবস্থান বদলে তৈরি চণ্ডাল যোগ! হতে পারে নানা বিপদ, সতর্ক থাকুন এই ৩ রাশি