Grah Gochar 2023: আর কয়েক ঘণ্টা, পরপর ৩ গ্রহের অবস্থান পরিবর্তনে ৪ রাশির ভাগ্যবদল! হুহু করে টাকা আসবে হাতে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Grah Gochar 2023: গ্রহের এই ক্রমাগত পরিবর্তনে রাশিচক্রের ১২টি রাশিই নানা ভাবে প্রভাবিত হবে। তবে বেশ কিছু রাশির ক্ষেত্রে এই পরিবর্তন লাভজনক প্রমাণিত হতে পারে।
advertisement
1/8

Lucky Zodiac- গ্রহ জগতের পরিবর্তন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এতে রাশিচক্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। অক্টোবরের শুরুতেই তিন গ্রহের গোচর হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে গত ২৯ সেপ্টেম্বর থেকেই পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে, যা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
advertisement
2/8
Lucky Zodiac- আগামী অক্টোবরের ১, ২ এবং ৩ তারিখে একের পর এক গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে। এই কারণে জ্যোতিষশাস্ত্রে এই মাসটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।
advertisement
3/8
Lucky Zodiac- আগামী অক্টোবরে বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন। তারপর দিন অর্থাৎ ২ তারিখে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করনবে। এরপর দিন ৩ অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবেন।
advertisement
4/8
Lucky Zodiac- গ্রহের এই ক্রমাগত পরিবর্তনে রাশিচক্রের ১২টি রাশিই নানা ভাবে প্রভাবিত হবে। তবে বেশ কিছু রাশির ক্ষেত্রে এই পরিবর্তন লাভজনক প্রমাণিত হতে পারে।
advertisement
5/8
Lucky Zodiac- মেষ রাশি: মেষ জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই তিন রাশির অবস্থান পরিবর্তন অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক চিন্তা দূর হবে। গুরুত্বপূর্ণ কাজের সমাধান হবে। এই সময় জাতক-জাতিকাদের আর্থিক লাভও হতে পারে।
advertisement
6/8
Lucky Zodiac- মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই তিন রাশির অবস্থান পরিবর্তন খুবই লাভজনক প্রমাণিত হবে। জাতক-জাতিকাদের আর্থিক লাভও হতে পারে। পরিবারে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। কেরিয়ারে লাভ হবে। কোনও যাত্রার পরিকল্পনা থাকলে তা থেকেও লাভ হবে।
advertisement
7/8
Lucky Zodiac- কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের সমস্ত চিন্তা দূর হবে। এই তিন রাশির অবস্থান পরিবর্তনে স্বাস্থ্যের ওপর শুভ প্রভাব পড়বে। জাতক-জাতিকাদের সমস্ত কাজে পরিবারের সাহায্য মিলবে, পরিবারে সুখ-শান্তিও বজায় থাকবে।
advertisement
8/8
Lucky Zodiac- ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের এই তিন রাশির অবস্থান পরিবর্তনে বিশেষ লাভ হতে চলেছে। জাতক-জাতিকাদের আয়েতে বৃদ্ধি হবে। কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যে কোনও কাজের ক্ষেত্রে জাতক-জাতিকারা প্রশংসিত হবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Grah Gochar 2023: আর কয়েক ঘণ্টা, পরপর ৩ গ্রহের অবস্থান পরিবর্তনে ৪ রাশির ভাগ্যবদল! হুহু করে টাকা আসবে হাতে