TRENDING:

কারোর সোনা পরলেই পুড়বে কপাল! কারোর খুলবে বন্ধ ভাগ্য! কোন কোন রাশির জন্য শুভ হলুদ ধাতু? জেনে নিন

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সোনা অনেকের কাছে সৌভাগ্য বয়ে আনলেও। অনেকের কাছেই তা ভাল নাও হতে পারে। দেখে নেওয়া যাক কাদের ভাগ্যে সোনা সৌভাগ্য বয়ে আনে।
advertisement
1/5
কারোর সোনা পরলেই পুড়বে কপাল! কারোর খুলবে বন্ধ ভাগ্য! কোন কোন রাশির জন্য শুভ হলুদ ধাতু?
চলছে বিয়ের মরসুম আর বিয়ের মরসুমে সোনার কদর বেড়ে যায় অনেকটাই। শুধু বিয়ে নয়, জ্যোতিষ শাস্ত্রেও রয়েছে বিভিন্ন ধাতুর কদর। সোনা যেখানে সম্পদ, পদ-প্রতিষ্ঠাকে বোঝায় কিন্তু, অনেকের জীবনেই সোনা কিন্তু অভিশাপ হয়ে নেমে আসতে পারে।
advertisement
2/5
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সোনা অনেকের কাছে সৌভাগ্য বয়ে আনলেও। অনেকের কাছেই তা ভাল নাও হতে পারে। দেখে নেওয়া যাক কাদের ভাগ্যে সোনা সৌভাগ্য বয়ে আনে।
advertisement
3/5
মেষমঙ্গলের অধিপতি এই রাশির বৃহস্পতির সঙ্গেও যোগ রয়েছে। ফলে, সোনা যদি এই রাশির জাতক/জাতিকারা ধারণ করেন তাহলে তা তাদের জীবনে উন্নতি বয়ে আনে। একইসঙ্গে সোনার চেন বা আংটি বাঁ হাতে ধারণ করলে তা শুভ বলে মনে করা হয়।
advertisement
4/5
কর্কটচন্দ্র দ্বারা চালিত হয় এই রাশির মানুষদের জীবনে বৃহস্পতিরও যোগ আছে। এইসকল রাশির জাতক/জাতিকারা যদি সোনা ধারণ করেন তাহলে তাদের জীবনে মানসিক শান্তি, আর্থিক উন্নতি এবং জীবনে প্রগতি আসবে। একইসঙ্গে এই সকল জাতক/জাতিকাদের সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই সোনা ধারণ করা উচিত।
advertisement
5/5
সিংহসূর্যের অধিপতি এই রাশির জাতক/জাতিকারা সোনা ধারণ করতেই পারেন। কারণ বৃহস্পতি এবং সূর্য মিত্র রাশি। ফলে এই রাশির মানুষেরা সোনা ধারণ করলে তা শুভ হয়। সোনার চেন বা আংটি রবিবারে ধারণ করা উচিত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
কারোর সোনা পরলেই পুড়বে কপাল! কারোর খুলবে বন্ধ ভাগ্য! কোন কোন রাশির জন্য শুভ হলুদ ধাতু? জেনে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল