TRENDING:

Golap Remedies: শুধু প্রেমেই নয়, দুঃখ কষ্টেও পাশে থাকে গোলাপ! মিষ্টি গন্ধ ও আমেজে সাফল্যের সপ্তম সিঁড়িতে জীবন হবে সুপারহিট...

Last Updated:
Rose Remedies: গোলাপ ফুলের বিশেষ টোটকা আপনাকে বাঁচাতে পারে জীবনের নানা ঘাত প্রতিঘাত থেকে। শুধু তাই নয় জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে গোলাপফুলের এই টোটকা।
advertisement
1/7
শুধু প্রেমে নয়, দুঃখ কষ্টেও পাশে থাকে গোলাপ! সাফল্যের সপ্তম সিঁড়িতে জীবন...
গোলাপ ফুল সকলেরই খুব প্রিয়। তেমনই এই ফুল উৎসর্গ করা হয় পূজায়। একদিকে গোলাপ ফুলের গন্ধ সুখের অনুভূতি দেয়। ঘরে এনে দেয় সুবাতাস। কিন্তু পাশাপাশি এই ফুলের রয়েছে দুর্দান্ত বাস্তু গুণ।
advertisement
2/7
আপনি কি জানেন গোলাপ ফুলের বিশেষ টোটকা আপনাকে বাঁচাতে পারে জীবনের নানা ঘাত প্রতিঘাত থেকে। শুধু তাই নয় জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে গোলাপফুলের এই টোটকা। গোলাপের কিছু কৌশল অর্থের পাশাপাশি অনেক সমস্যা থেকে মুক্তি দেয় মানুষকে। আসুন জেনে নিই গোলাপের অলৌকিক সেইসব কৌশলগুলি ঠিক কী কী?
advertisement
3/7
ঘরে সর্বদা শুভ ভাব বজায় রাখার জন্য, মঙ্গলবার একটি লাল কাপড়ে লাল চন্দন, লাল গোলাপ এবং রোলি বেঁধে আরাধ্য দেবতাকে অর্পণ করুন। সাত দিন নিয়ম অনুসারে হনুমান চালিসা পাঠ করুন এবং সপ্তম দিনে সেই লাল বান্ডিলটি বাড়ি থেকে দূরে সরিয়ে রাখুন।
advertisement
4/7
আপনি যদি আর্থিকভাবে দুর্বল হন তবে শুক্রবার সন্ধ্যায় গোলাপ ফুল দিয়ে পুজো করুন। গোলাপ ফুল ঘরের সিন্দুক বা আলমারিতে রাখুন। এটি করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং ঘরে অর্থের অভাব হবে না।
advertisement
5/7
ঘরের সুখ-সমৃদ্ধি চলে গেলে পাঁচটি লাল গোলাপ নিয়ে একটি সাদা কাপড়ের চার কোনায় চারটি ফুল বেঁধে দিন। কাপড়ের মাঝখানে একটি ফুল বেঁধে একটি বান্ডিল তৈরি করুন। এরপর বয়ে চলা জলে এই বান্ডিলটি ফেলে দিন।
advertisement
6/7
বাড়ির কোনও সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে একটি পানের মধ্যে গোলাপ ও করলা রেখে সাতবার তুলে পুড়িয়ে ফেলুন। এটি করলে রোগীর স্বাস্থ্যের উপকার হবে।
advertisement
7/7
Disclaimer : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং সাধারণ প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। এখানে উল্লেখ করা জরুরি যে নিউজ 18 বাংলা কোনও অন্ধ বিশ্বাস ও কুসংস্কারকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Golap Remedies: শুধু প্রেমেই নয়, দুঃখ কষ্টেও পাশে থাকে গোলাপ! মিষ্টি গন্ধ ও আমেজে সাফল্যের সপ্তম সিঁড়িতে জীবন হবে সুপারহিট...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল