Vastu Tips 2023| Astrology|| বৈশাখে 'এই' টোটকাতেই তুষ্ট লক্ষ্মী-নারায়ণ! একবার মেনেই দেখুন, আমূল বদলাবে জীবন
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Vastu Tips: নারকেল ব্যবহার করে কিছু রীতি-আচার পালন করলে বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে।
advertisement
1/7

*বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার রীতি রয়েছে। ফলে এই সময় ভক্তরা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে তুষ্ট করে তাঁদের আশীর্বাদ লাভ করতে পারেন। এর জন্য শুধু স্নান, দান-ধ্যান এবং পুজো-পাঠের রীতি অবলম্বন করতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*ধর্মীয় বিশ্বাস অনুসারে, যদি কোনও ভক্ত ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন, তাহলে তাঁর কোনও রকম অর্থ সংক্রান্ত সমস্যা থাকে না। এমনকী ঝামেলাও দূর হয়ে যায়। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*কাশীর পণ্ডিত স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, নারকেল ব্যবহার করে কিছু রীতি-আচার পালন করলে বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*আসলে নারকেলে ত্রিদেব বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাছাড়া নারকেল দেবী লক্ষ্মীরও অত্যন্ত পছন্দের ফল। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*পুজোর সময় দেবীর উদ্দেশ্যে নারকেল, সাদা পদ্ম, দই এবং সাদা পেঁড়া নিবেদন করা উচিত। পুজো হয়ে যাওয়ার পরে নারকেলটিকে একটি লাল রঙের কাপড় দিয়ে মুড়ে লকারে রাখতে হবে। এতে সমস্ত আর্থিক সমস্যা কেটে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*স্বামী কানহাইয়া মহারাজ আরও বলেন যে, নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই পরিস্থিতিতে বৈশাখ মাসে যদি নিজের বাড়িতে একটি নারকেল গাছ লাগানো হয়, তাহলে সহজেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব। কারণ এই গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অর্থ সঙ্কটও দূর হতে থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*স্বামী কানহাইয়া মহারাজের মতে, নারকেল অত্যন্ত শুভ। যা ঘরের নেতিবাচক শক্তিও দূর করার ক্ষমতা রাখে। এর জন্য নারকেলের উপর কাজলের সাতটি টিকা লাগিয়ে বাড়ির সামনে তিন বার ঘুরিয়ে গঙ্গা অথবা যে কোনও পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হবে। ধীরে ধীরে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips 2023| Astrology|| বৈশাখে 'এই' টোটকাতেই তুষ্ট লক্ষ্মী-নারায়ণ! একবার মেনেই দেখুন, আমূল বদলাবে জীবন