Vastu tips: বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনকে কী উপহার দিচ্ছেন? ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে না তো?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দান এবং উপহার দুটি দেওয়া এবং নেওয়া হয়। দান দেওয়া হয় মূলত গ্রহ এবং নক্ষত্রের শান্তি এবং সমৃদ্ধি কামনায়। অন্য দিকে উপহার দেওয়া হয় বিয়ে, জন্মদিনে, বিবাহবার্ষিকীতে। কিন্তু, না জেনে উপহার দিলে তা কিন্তু জীবনে কু প্রভাব ডেকে আনে।
advertisement
1/8

দান এবং উপহার দুটি দেওয়া এবং নেওয়া হয়। দান দেওয়া হয় মূলত গ্রহ এবং নক্ষত্রের শান্তি এবং সমৃদ্ধি কামনায়। অন্য দিকে উপহার দেওয়া হয় বিয়ে, জন্মদিনে, বিবাহবার্ষিকীতে। কিন্তু, না জেনে উপহার দিলে তা কিন্তু জীবনে কু প্রভাব ডেকে আনে।
advertisement
2/8
এই প্রসঙ্গে বাস্তু বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার জানিয়েছেন অ্যাকোরিয়াম বা জল জাতীয় কোনও বস্তু বা কোনও ঘর গোছানোর কোনও সরঞ্জাম উপহার দিলে আপনি এরসঙ্গে কর্মফল এবং সাফল্যও দিয়ে দিচ্ছেন। প্রতীকী ছবি
advertisement
3/8
কোনও সূচালো বস্তু কখনও উপহার দেবেন না। কারণ ওই বস্তু অশুভ বলে ধরা হয়। প্রতীকী ছবি
advertisement
4/8
কখনও কালো রঙের কোনও বস্তু উপহার দিতে নেই। যেমন, লাল রঙের বই উপহার দিলে সম্পর্কে ভুল বোঝাবুঝি ঘটে। প্রতীকী ছবি
advertisement
5/8
কোনও ব্যক্তিকে ঘড়ি দিলেও তাঁর সঙ্গে সম্পর্কে ফাটল ধরে বলেই মনে করা হয়। প্রতীকী ছবি
advertisement
6/8
পার্স বা জুতো কিংবা চপ্পল দেওয়াও অশুভ বলেই মনে করা হয়। এই ক্ষেত্রে যাকে উপহার দিচ্ছেন সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যেতে পারেন। প্রতীকী ছবি
advertisement
7/8
কোন কোন জিনিস দেওয়া উচিত? মাটির তৈরি মূর্তি শুভ বলে মনে করা হয় উপহার হিসাবে।প্রতীকী ছবি
advertisement
8/8
তেমনই প্রসাধনী সামগ্রী, রূপোর সামগ্রী, মানি প্ল্যান্ট, লাফিং বুদ্ধ ইত্যাদি শুভ বলে মনে করা হয়। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu tips: বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনকে কী উপহার দিচ্ছেন? ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে না তো?