TRENDING:

Gemstones: যে রত্ন ধারণ করেছেন তা খাঁটি তো? বুঝবেন কী করে? নকল পাথর এবার চেনা যাবে সহজেই! জানুন

Last Updated:
Gemstones: আর চিন্তা নেই এবার আর আসল বলে নকল রত্ন চালাতে পারবে না কেউ! সহজেই চেনা যাবে আসল রত্ন! জানুন
advertisement
1/5
যে রত্ন ধারণ করেছেন তা খাঁটি তো? বুঝবেন কী করে? নকল পাথর এবার চেনা যাবে সহজেই!
আমাদের সনাতন ধর্মে, জ্যোতিষীরা গ্রহের গতিবিধি উন্নত করতে রত্ন পরিধানের বিধান দেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রত্নের গুরুত্ব অতিপ্রাচীন। তবে বর্তমানে আসল রত্ন ধারণের সুযোগ প্রায় নেই বললেই চলে। বিভিন্ন দোকানের রত্নভান্ডারে যে সমস্ত রত্ন সুলভ বা অতি মূল্যে পাওয়া যায় তা আসল না নকল তা নিয়ে সাধারণ মানুষের কোনও ধারণাই থাকে না। ফলে রত্নের গুণাবলী নিয়েই অধিকাংশ সময় প্রশ্ন ওঠে। photo source collected
advertisement
2/5
তবে শিগগিরই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রত্নের গুণমান পরীক্ষা করার জন্য একটি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে রত্ন ও মূল্যবান পাথর পরীক্ষার জন্য একটি কেন্দ্র চালু করা হবে। এখন থেকে উত্তর ভারতের রত্ন ব্যবসায়ীদের আর দূরবর্তী রাজ্যে গিয়ে রত্ন পরীক্ষা করার দরকার পড়বে না, তাঁরা এই কেন্দ্রে তাঁদের রত্ন পরীক্ষা করাতে পারবেন। photo source collected
advertisement
3/5
এই ল্যাবরেটরি স্থাপনের জন্য বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এক সভাও অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিরেক্টর প্রফেসর অনিল ত্রিপাঠী জানিয়েছেন, এতদিন পর্যন্ত রত্ন ব্যবসায়ীদের মুম্বাই, সুরাত, আহমেদাবাদের মতো শহরে গিয়ে রত্ন পরীক্ষা করতে হত। তবে শীঘ্রই সমগ্র ইউপি, বিহার, ঝাড়খন্ড এবং বারাণসী সহ আশেপাশের রাজ্যের ব্যবসায়ীরা এখানে পরীক্ষা করে রত্ন বা মূল্যবান পাথর আসল না কি নকল তা জানতে পারবেন। photo source collected
advertisement
4/5
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় হবে। এইসব পাথর ও রত্ন পরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ে হাইটেক মেশিনও বসানো হবে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহায়তায় এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হচ্ছে।photo source collected
advertisement
5/5
উল্লেখ্য, বহুদিন থেকেই এই কেন্দ্রের প্রয়োজন ছিল উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। এখন থেকে উত্তর ভারতের ব্যবসায়ীরা দূরবর্তী রাজ্যের পরিবর্তে এখানে এসেই রত্ন পরীক্ষা করাতে পারবেন। photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Gemstones: যে রত্ন ধারণ করেছেন তা খাঁটি তো? বুঝবেন কী করে? নকল পাথর এবার চেনা যাবে সহজেই! জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল