TRENDING:

Gemology: মাত্র ১০০-১৫০ টাকা খরচেই বদলে যেতে পারে ভাগ্য ! শুধু জেনে নিন কোন রাশির জন্য কোন উপরত্ন ধারণ সর্বোত্তম!

Last Updated:
কোন রাশির জন্য কোন উপরত্ন সর্বোত্তম ফলদায়ক? দেখে নেওয়া যাক একে একে।
advertisement
1/16
মাত্র ১০০-১৫০ টাকা খরচেই বদলে যেতে পারে ভাগ্য ! কোন রাশির জন্য কোন উপরত্ন, জানুন
গ্রহরত্ন শব্দটির সঙ্গে আমরা সকলেই কম-বেশি পরিচিত। ভারতীয় জ্যোতিষ মতে একেকটি রাশির অধিপতি গ্রহের একেকটি রত্ন প্রিয়, অতএব সেই অনুসারে সংশ্লিষ্ট রত্নধারণে অধিপতি গ্রহদেব প্রসন্ন হন, ফলে জীবন থেকে দুর্ভাগ্য অন্তর্হিত হয়। সমস্যা হল, এই সকল রত্ন বিশুদ্ধ হওয়া অতীব প্রয়োজন। আর বিশুদ্ধ হলেই তার দাম হয়ে ওঠে প্রায় আকাশছোঁয়া।
advertisement
2/16
পান্না, চুনি, পোখরাজ, বৈদূর্যমণি- এই সবই যদি নিয়ম মেনে শুদ্ধ ধারণ করতে হয়, তবে তার খরচ তো বেশ ভাল রকম হবেই! বলাই বাহুল্য, এই ব্যয়ভার বহনের ক্ষমতা আমাদের সবার থাকে না। এই জায়গাতেই ভাগ্যপথের উজ্জ্বল দিশারি হয়ে ওঠে উপরত্ন।
advertisement
3/16
জ্যোতিষাচার্য পণ্ডিত অনিল কুমার জানাচ্ছেন যে এই সব উপরত্ন ধারণেও রত্ন ধারণের সমান ফল লাভ হয়, কেন না উপরত্ন হলেও এগুলো অধিপতি গ্রহদেবতাদের সমান প্রিয়, ফলে রত্ন ধারণ করার সামর্থ্য না থাকলেও মুষড়ে পড়ার কোনও কারণ নেই। এই সব উপরত্নের বাজারমূল্য ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে, শুধু নিজের রাশি মেনে তা ধারণ করা বাঞ্ছনীয়।
advertisement
4/16
কোন রাশির জন্য কোন উপরত্ন সর্বোত্তম ফলদায়ক? দেখে নেওয়া যাক একে একে।
advertisement
5/16
মেষ-এই রাশির জন্য সর্বোত্তম উপরত্ন হল লাল হাকিক, তা ধারণ করতে হবে অনামিকায়।
advertisement
6/16
বৃষ- সাদা জারকিন বা ওপাল অনামিকায় ধারণ করলে সুফল পাবেন বৃষরা।
advertisement
7/16
মিথুন- এই রাশির জন্য আদর্শ ওনিক্স, তা কনিষ্ঠায় ধারণই কাম্য।
advertisement
8/16
কর্কট- ডান হাতের কনিষ্ঠায় মুন স্টোন ধারণ করলে ভাগ্য প্রসন্ন হবে।
advertisement
9/16
সিংহ- অনামিকায় সূর্যমণি ধারণে ভাগ্যাকাশ উজ্জ্বল হবে।
advertisement
10/16
কন্যা-কনিষ্ঠায় ওনিক্স ধারণ কন্যার পক্ষে সর্বোত্তম ফলদায়ক।
advertisement
11/16
তুলা- অনামিকায় সাদা জারকিন বা ওপাল ধারণ বাঞ্ছনীয়।
advertisement
12/16
বৃশ্চিক- অনামিকায় লাল ধারণে দুর্ভাগ্য দূর হবে এঁদের।
advertisement
13/16
ধনু- তর্জনীতে সুনহল ধারণে ভাগ্য প্রসন্ন হবে ধনুদের।
advertisement
14/16
মকর- মধ্যমায় উপরত্ন নীলি ধারণে সব বাধা দূর হবে।
advertisement
15/16
কুম্ভ- এঁরাও মধ্যমায় উপরত্ন নীলি ধারণে সুফল লাভ করবেন।
advertisement
16/16
মীন- তর্জনীতে সুনহল ধারণে উন্নতির পথে এগিয়ে যাবেন মীনেরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Gemology: মাত্র ১০০-১৫০ টাকা খরচেই বদলে যেতে পারে ভাগ্য ! শুধু জেনে নিন কোন রাশির জন্য কোন উপরত্ন ধারণ সর্বোত্তম!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল