TRENDING:

Ganga Dussehra Astro Tips: আজ গঙ্গা দশহরায় ভুলেও খাবেন না ১ শাক ও ২ সবজি! অভাবের কালো ছায়ায় তছনছ সংসার! লন্ডভন্ড পরিবার!

Last Updated:
Ganga Dussehra Astro Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয়, এই রীতিনীতি গুলি পালন করলে জীবন থেকে অভাব ও দুঃখ কষ্ট বিদায় নেয়৷ পরিবর্তে আসে অর্থসুখ, স্বাচ্ছন্দ্য এবং শান্তি
advertisement
1/7
আজ গঙ্গা দশহরায় খাবেন না ১ শাক ও ২ সবজি! অভাবের কালো ছায়ায় তছনছ সংসার! লন্ডভন্ড সবকিছু
বৃহস্পতিবার পালিত হচ্ছে গঙ্গা দশহরা বা গঙ্গা দশেরা৷ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের দশমী তিথিতে পালিত হয় এই পুণ্য পার্বণ৷ কথিত, এই তিথিতেই গঙ্গাকে মর্ত্যে এনেছিলেন স্বয়ং ভগীরথ৷ তাই এই তিথিকে বলা হয় গঙ্গা দশহরা৷
advertisement
2/7
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয়, এই রীতিনীতি গুলি পালন করলে জীবন থেকে অভাব ও দুঃখ কষ্ট বিদায় নেয়৷ পরিবর্তে আসে অর্থসুখ, স্বাচ্ছন্দ্য এবং শান্তি৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
গঙ্গা দশহরা তিথিতে মনসাপুজো এবং অরন্ধনরীতিও পালিত হয়৷ বছরে একাধিক তিথিতে মনসাপুজো করা হয়৷ সেগুলির মধ্যে গঙ্গা দশেরা অন্যতম৷ এই পুণ্যদিনে গঙ্গাস্নান ও দানধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সহজেই পুণ্য লাভ করা যায়৷ তবে এই তিথিতে কী খাবেন, কী খাবেন না-সে বিষয়েও কিছু তথ্য পালন করে চলতে হবে৷
advertisement
4/7
গঙ্গা দশহরা তিথিতে ভুলেও কলমি শাক খাবেন না৷ বলা হয়, এই তিথিতে কলমিশাক খেলে সংসারে নেমে আসে দারিদ্র্, অসুস্থতা এবং শোক৷ গঙ্গা দশেরা তিথিতে খাবেন না শিম৷ এই সবজির কোনও পদ খাবেন না কোনওভাবেই৷ খেলে সংসারের জন্য ঘোর অমঙ্গল৷
advertisement
5/7
বেগুন খাওয়াও এই তিথিতে সম্পূর্ণ নিষিদ্ধ৷ পাশাপাশি, এই পবিত্র দিনে খাবেন না কোনও পোড়া খাবার, আমিষ বা তামসিক আহার৷ গ্রহণ করুন সাত্ত্বিক খাবার৷ খেতে পারেন ফলাহার৷ দূরে থাকুন নেশাদ্রব্য থেকে৷
advertisement
6/7
এই তিথিতে গঙ্গায় নিবেদন করুন একটি নারকেল ও পাঁচটি কড়ি৷ তাহলে কেটে যাবে ব্যবসায় মন্দা৷ মুক্তি পাবেন আর্থিক দুরবস্থা থেকে৷ গঙ্গায় দুধ, তিল ও সাদা ফুল নিবেদন করুন৷ তাহলে গ্রহদোষ ও মানসিক অশান্তি কেটে পাবেন সুনিদ্রা৷
advertisement
7/7
গঙ্গাজলে নিমপাতা বা তুলসিপাতা দিয়ে সেই জল ছিটিয়ে দিন বাড়ির সর্বত্র৷ নেগেটিভ শক্তি কেটে গিয়ে আসবে শুভ শক্তি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganga Dussehra Astro Tips: আজ গঙ্গা দশহরায় ভুলেও খাবেন না ১ শাক ও ২ সবজি! অভাবের কালো ছায়ায় তছনছ সংসার! লন্ডভন্ড পরিবার!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল