TRENDING:

Ganesh Chathurthi 2025: গনেশ চতুর্থীতে সিঁদুর-চন্দন সঙ্গে এই 'বিশেষ ফুল' দিয়ে পুজো করুন, তুষ্ট হবেন গণপতি বাপ্পা, ঘটবে শ্রীবৃদ্ধি

Last Updated:
পুজোর সময় গণেশকে লাড্ডু বা মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মিষ্টিগুলি গণেশের অত্যন্ত প্রিয় এবং এটি সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
advertisement
1/6
গনেশ চতুর্থীতে সিঁদুর-চন্দন সঙ্গে এই 'বিশেষ ফুল' দিয়ে পুজো করুন, তুষ্ট হবেন গণপতি বাপ্পা
বুধবার গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীর পুজো শুধুমাত্র আধ্যাত্মিকতার জন্য নয়, এটি আর্থিক শ্রীবৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে, গণেশ চতুর্থীর দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে অফুরান ধন-সম্পদ ও সুখ-শান্তি আসতে পারে।
advertisement
2/6
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, গনেশ চতুর্থীতে সকালে স্নান সম্পন্ন করে একটি পরিষ্কার আসনে বসে গণেশের মূর্তিকে শুদ্ধ জল দিয়ে স্নান করান। এর পর মূর্তির গায়ে চন্দন, সিঁদুর এবং অক্ষত আস্ত চাল লাগান। এই প্রক্রিয়া শুদ্ধতা ও ইতিবাচকতা আকর্ষণ করে।
advertisement
3/6
গণেশ পুজোর সকালে তুলসী পাতা ছাড়া অন্যান্য ফুল, বিশেষত লাল জবা, গাঁদা বা গোলাপ ফুল অর্পণ করুন। গণেশের প্রিয় ফুল হচ্ছে গাঁদা, যা সৌভাগ্য ও সাফল্যের প্রতীক।
advertisement
4/6
পুজোর সময় গণেশকে লাড্ডু বা মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মিষ্টিগুলি গণেশের অত্যন্ত প্রিয় এবং এটি সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
advertisement
5/6
গণেশের মূর্তিতে ২১টি দুর্বা ঘাস অর্পণ করুন। দুর্বা ঘাস হল উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক। এটি গণেশকে নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।
advertisement
6/6
পুজোর সময় অতি অবশ্যই "ওঁ গণ গণপতয়ে নমঃ" বা "বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ" মন্ত্রটি ১০৮ বার জপ করুণ। এই মন্ত্রটি জপ করলে মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হয় এবং সকল বাধা দূর হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chathurthi 2025: গনেশ চতুর্থীতে সিঁদুর-চন্দন সঙ্গে এই 'বিশেষ ফুল' দিয়ে পুজো করুন, তুষ্ট হবেন গণপতি বাপ্পা, ঘটবে শ্রীবৃদ্ধি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল