Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর দিনে ফিরবে সৌভাগ্য! এই ৫টি সহজ টোটকায় দূর হবে জীবনের সব বাধা, সংসারে উপচে পড়বে অর্থ ধনসম্পদ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi: জীবনের সমস্ত সঙ্কট থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে গণেশ বন্দনা করা শুভ। এই সময় বেশ কিছু টোটকা মেনে চললে হাতেনাতে ফল মেলে। জেনে নিন কোন টোটকায় ফিরবে আপনার জীবনের সৌভাগ্য।
advertisement
1/7

ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা হিসাবে গণেশ পুজো করা হয়। জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "গণেশ পুজোর চেয়ে আর কোনও শুভকাজ হয় না। জীবনের সমস্ত সঙ্কট থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে গণেশ বন্দনা করা শুভ। এই সময় বেশ কিছু টোটকা মেনে চললে হাতেনাতে ফল মেলে। জেনে নিন কোন টোটকায় ফিরবে আপনার জীবনের সৌভাগ্য।"
advertisement
2/7
জ্যোতিষ শাস্ত্র মতে, গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ, আর তাতে বিশেষ ফল পাওয়া যায়। গণেশ যন্ত্রকে অত্যন্ত বিষ্ময়কর যন্ত্র বলেও মনে করা হয়, এই যন্ত্র ঠাকুরঘরে স্থাপন করা হলে আর কখনও নেগেটিভ শক্তির প্রবেশ হয় না। সুস্মিতা গোস্বামী
advertisement
3/7
আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন একটি পাত্রে ঘিয়ের ওপর ১১ টা দূর্বা দিয়ে তারপরে সিঁদুর দিয়ে গণেশের চরণে রেখে দিতে হবে। পুজো শেষ হলে সেই দূর্বা তুলে কোনও গোপন স্থানে রেখে দিলে জীবনে ঘটবে মিরাক্যল। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব।
advertisement
4/7
জীবনের সকল কাজেই বাঁধা আসবেই, সেই বাঁধা থেকে বের হতে এই গণেশ চতুর্থীর দিনে গণপতিকে দুটি লাড্ডু, একটি সুপারি, একটি লবঙ্গ নিবেদন করলে এতে যেকোনও কাজেই সাফল্য নিশ্চিত।
advertisement
5/7
যদি বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান, তাহলে গণপতির সামনে এক টাকা ও একটা কড়ি রেখে দিতে হবে। এতে দেবতার বিশেষ কৃপা মিলবে এবং জীবনে প্রত্যেকটি কাজেই সাফল্য নিশ্চিত মিলবে।
advertisement
6/7
গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। পুজো শেষ হয়ে গেলে সেই সুপারি কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে রাখলে অথবা আলমারিতে যেখানে টাকা থাকে সেখানে রাখলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে। গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি। বলছেন জ্যোতিষ বিশারদ সুকুমার রায়।
advertisement
7/7
এছাড়া আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীতে নিবেদন করতে হবে খাঁটি ঘি ও গুড় ৷ তারপর সেই গুড় ও ঘি খাওয়াতে হবে কোনও গরুকে। শুদ্ধ মনে এই নিয়ম পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর দিনে ফিরবে সৌভাগ্য! এই ৫টি সহজ টোটকায় দূর হবে জীবনের সব বাধা, সংসারে উপচে পড়বে অর্থ ধনসম্পদ