TRENDING:

Ganesh Chaturthi Astro Tips: বাড়ির ‘এই’ দিকে ভুলেও রাখবেন না গণেশের বিগ্রহ! গণপতিকে দিন ‘এত’ গুলি মোদক! সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থসম্পদ ও সাফল্যে ভরবে জীবন!

Last Updated:
Ganesh Chaturthi Astro Tips: প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয়। ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয়। আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণপতির পূজা করে তবেই কোনও শুভ কাজ শুরু করা যেতে পারে
advertisement
1/5
বাড়ির ‘এই’ দিকে ভুলেও রাখবেন না গণেশের বিগ্রহ! পুজোয় দিন ‘এত’ গুলি মোদক! হবে অর্থবৃষ্টি!
ভাদ্র মাস ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এই মাসের চতুর্থী তিথি থেকে ভগবান গণপতির দশ দিনব্যাপী উৎসব শুরু হয়। সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশ হলেন প্রথম পূজনীয় দেবতা। আর তাঁর পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যিনি খুশি হলে ভক্তদের কষ্ট-যন্ত্রণা দূর করেন। সেই সঙ্গে গণেশ উৎসবের সময় যদি কেউ নিজের বাড়িতে প্রথমবারের জন্য গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করেন, তাহলে তাঁর কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক।
advertisement
2/5
দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয়। ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয়। আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণপতির পূজা করে তবেই কোনও শুভ কাজ শুরু করা যেতে পারে। চলতি বছর ২৭ অগাস্ট, বুধবার পড়েছে গণেশ চতুর্থী। এই দিন বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপন ও পূজা হবে। তবে বাপ্পার মূর্তি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি, তা না হলে জীবনে ও সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
advertisement
3/5
জ্যোতিষী বলেছেন, ভগবান গণপতি বাপ্পার সাদা ও লাল সিঁদুর রঙা মূর্তিই কেনা উচিত। এর পাশাপাশি বাপ্পার বিগ্রহ যেন ইঁদুরের উপর অধিষ্ঠিত থাকেন, সেটাও দেখে নিতে হবে। এছাড়া কেনার সময় মাথায় রাখতে হবে যে, বিগ্রহের এক হাত যেন আশীর্বাদের ভঙ্গিতে থাকে এবং তাঁর অন্য হাতে যেন মোদক বা লাড্ডু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভগবান গণেশের মূর্তির শুঁড় যেন বাম দিকে ঝুঁকে থাকে, সেটাও দেখে নিতে হবে।
advertisement
4/5
ভুল করেও গণেশের মূর্তি কখনওই দক্ষিণ দিশায় রাখা উচিত নয়। তাই ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হলে এটি শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকেই স্থাপন করা উচিত। এমনটা করা হলে ভগবান গণেশের অধিষ্ঠান থাকবে সংসারে।
advertisement
5/5
ভগবান গণেশের মূর্তি স্থাপনের পর গঙ্গাজল ছিটিয়ে মূর্তি ও আশপাশের স্থান শুদ্ধ করতে হবে। এরপর ষোড়শোপচার পদ্ধতিতে গণেশের পূজা সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে ভগবান গণেশের উদ্দেশে ২১ টি মোদক বা লাড্ডু নিবেদন করা উচিত। এইসব উপায় অবলম্বন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং বাড়িতে কোনও ধরনের ঝামেলাও হয় না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi Astro Tips: বাড়ির ‘এই’ দিকে ভুলেও রাখবেন না গণেশের বিগ্রহ! গণপতিকে দিন ‘এত’ গুলি মোদক! সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থসম্পদ ও সাফল্যে ভরবে জীবন!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল