TRENDING:

Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতে করুন এই কাজ, হাতে আসবে ‘কুবেরের ধন’! শুভ দিন আসার আগেই জেনে নিন

Last Updated:
Ganesh Chaturthi 2024: গণপতির আরাধনার মাধ‍্যমে ঋণ থেকে মুক্তি পেতে কীভাবে দূর্বার ব‍্যবহার করতে হবে, তা নিয়ে পরামর্শ দিলেন পুরোহিত। গণেশ পুজোর আগে অবশ‍্যই জেনে নিন এই বিশেষ নিয়ম।
advertisement
1/6
গণেশ চতুর্থীতে করুন এই কাজ, হাতে আসবে ‘কুবেরের ধন’! শুভ দিন আসার আগেই জেনে নিন
দূর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজো সম্পন্ন হয় না। তবে গণেশ পুজোয় দূর্বার বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী শনিবার পালিত হবে গনেশ পুজো। তার আগে জেনে কিভাবে দূর্বার ব্যবহারে গণপতির আরাধনা করবেন।
advertisement
2/6
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।
advertisement
3/6
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন, ‘‘গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন। কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে, তার ওপর গণপতিকে স্থাপন করুন। অবশ্যই গণপতির বামদিকে দূর্বা দিতে ভুলবেন না।’’
advertisement
4/6
ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন। করুন দূর্বার সহজ টোটকা। ঋণ মুক্তির জন্য এদিন গণপতিকে নিবেদন করুন ১১'টি বেসনের লাড্ডু এবং ১০৮'টি দূর্বা।
advertisement
5/6
যেকোনও মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে। ২১টি দুর্বা ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি। একইভাবে ১১ টি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন। ভগবানকে জানেন আপনার মনস্কামনা। গণপতি আপনার ইচ্ছা পূরণ করবেন।
advertisement
6/6
বিশ্বাস করা হয়, ভগবান গণেশকে দূর্বা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। বিশ্বাস, দূর্বা দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান ধন-সম্পদ লাভ করেন। তাই অবশ্যই গনেশ চতুর্থীর মত শুভ তিথিতে তাকে দূর্বা অর্পণ করতে ভুলবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতে করুন এই কাজ, হাতে আসবে ‘কুবেরের ধন’! শুভ দিন আসার আগেই জেনে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল