Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: এই সময়ে প্রায় সকলেই বাড়িতে গণপতিকে স্থাপন করার চেষ্টা করেন। বিশেষ পদ্ধতিতে গণেশের আরাধনা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
advertisement
1/8

জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ পার্বণ হল গণেশ চতুর্থী৷ এ বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গণেশ আরাধনার দিন পড়েছে আশ্বিন মাসে৷ ইংরেজি তারিখ অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
চতুর্থী তিথি অবশ্য শুরু হচ্ছে তার আগের দিন থেকেই৷ ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯ মিনিটে শুরু হচ্ছে চতুর্থী৷ চতুর্থী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১.৪৩ মিনিট পর্যন্ত৷
advertisement
3/8
এই সময়ে প্রায় সকলেই বাড়িতে গণপতিকে স্থাপন করার চেষ্টা করেন। বিশেষ পদ্ধতিতে গণেশের আরাধনা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনিও যদি এই গণেশ চতুর্থীতে আপনার বাড়িতে গণেশ স্থাপন করেন, তবে আপনার কিছু জিনিসের যত্ন নেওয়া উচিত। গণেশ চতুর্থীতে কোন পাঁচটি জিনিস ভুলে যাওয়া উচিত নয়। বাড়িতে পুজো করলে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন, তা দেখে নিন একনজরে...
advertisement
4/8
গণপতির পুজোর সময়ে রাগারাগি বা বাড়িতে অশান্তি করবেন না। এতে গণেশ ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। তিনি রুষ্ট হতে পারেন। আর আপনার গৃহে অধিষ্টিত নাও হতে পারেন।
advertisement
5/8
গণপতিকে সাজান ছিমছাম ভাবে। তাতেই তিনি বেশি খুশি হন। আমিষ পদ অবশ্য এড়িয়ে চলুন এদিন। পুজো হলে চেষ্টা করুন, নিরামিষ খাবারই বাড়িতে রান্না করতে। তাতেই গণপতি খুশি হন।
advertisement
6/8
গণেশের প্রিয় মিষ্টি হিসেবে ধরা হয় মোদক। পুজোতে অবশ্যই মোদক রাখুন। এছাড়াও ক্ষীর, পায়েস, পুরান পুলি, নারকেলের নাড়ু, বেসনের লাড্ডু, পোলাও, ফল, শুকনো ফল রাখতে হবে ভোগে।
advertisement
7/8
আপনি যদি এই বছর আপনার বাড়িতে গণেশজি প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন।
advertisement
8/8
আপনার যদি পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন করুন। এছাড়াও মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম