Ganesh Chaturthi 2023: গণেশকে নিবেদন করুন তাঁর প্রিয় এই জিনিসগুলি, সংসার ভরবে সুখ-সমৃদ্ধি-অর্থে, দেখে নিন তালিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: ভারতীয় হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় যেকোনও শুভ কাজ শুরু করার আগে গণপতিকে স্মরণ করা প্রয়োজন। যেকোনও দেবতার পুজোর আগে পুজো পান গণেশ।
advertisement
1/10

*মহারাষ্ট্রের সঙ্গে সারা দেশেই পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ১০ দিন ধরে অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত এই বিশেষ উৎসব। আজকাল মানুষ নিজেদের বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেন। আচার-অনুষ্ঠান পালন করে গণপতির আরতি করা হয়। ভোগ দেওয়া হয় লাড্ডু। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*ভারতীয় হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় যেকোনও শুভ কাজ শুরু করার আগে গণপতিকে স্মরণ করা প্রয়োজন। যেকোনও দেবতার পুজোর আগে পুজো পান গণেশ। ভগবান গণেশের প্রিয় মিষ্টি হল মোদক। তাই এই সময় গণেশকে মোদক নিবেদন করা হয়। তবে এর বাইরেও অনেক কিছু রয়েছে যা তাঁর প্রিয়। সেই সব উপকরণ পুজোর সময় রাখলে ভগবান খুশি হন। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*মোদক ছাড়াও, গণপতি আরও অনেক কিছু পছন্দ করেন। উৎসবের সময় সেই সব দ্রব্য তাঁকে অর্পণ করলে সর্বদা তাঁর আশীর্বাদ পাওয়া যাবে বলে বিশ্বাস করা হয়। মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*অযোধ্যার জ্যোতিষী কল্কি রামের মতে, মতিচুর লাড্ডু, বেসনের লাড্ডু, ক্ষীর, কালাকাঁদ, গুড়, কলা, নারকেল ইত্যাদিও গণপতি বাপ্পাকে নিবেদন করা যেতে পারে। এতে বাপ্পাও খুব খুশি হন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*বেসনের লাড্ডু: গণেশ চতুর্থীর সময় সমস্ত বাধা দূর করার জন্য বেসনের লাড্ডুও দেওয়া যেতে পারে। ছোলার বেসন দিয়ে তৈরি লাড্ডু গণপতির খুবই প্রিয়। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*মতিচুর লাড্ডু: মতিচুর লাড্ডুও খুব পছন্দ করেন গণপতি। ১০ দিনের গণেশ উৎসবের সময়, গণপতিকে মতিচুরের লাড্ডু নিবেদন করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*ক্ষীর: ভগবান গণেশ ক্ষীরও খুব পছন্দ করেন। তাঁর ভোগে ক্ষীর দেওয়া হলে ভগবান প্রসন্ন হন। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*ফল-মূলাদি: দেবতার ভোগে ফল নিবেদন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গণপতিকে কদলি-সহ নানা রকম ফল নিবেদন করা যায়। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*নারকেল: গণেশ চতুর্থীর সময় নারকেলও নিবেদন করা যেতে পারে। শুভ কাজে নারকেল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*সব থেকে বড় বিষয় হল ভক্তি। তাই এই সময় মন থেকে ঈশ্বরকে স্মরণ করে তাঁর উদ্দেশে নৈবেদ্য নিবেদন করতে হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi 2023: গণেশকে নিবেদন করুন তাঁর প্রিয় এই জিনিসগুলি, সংসার ভরবে সুখ-সমৃদ্ধি-অর্থে, দেখে নিন তালিকা