বৃষ থেকে মীন অগাস্ট মাসে বেশ কিছু রাশির ভাগ্যে লটারিতেই ধনবর্ষা! কারা থাকবেন দূরে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, অগাস্টে বেশ কিছু রাশির লটারিতে ভাল যোগ রয়েছে। আবার কোনও কোনও রাশির লটারি থেকে দূরে থাকাই ভাল। দেখে নেওয়া যাক অগাস্টে কোন কোন রাশির ভাগ্যে লটারির ক্ষেত্রে সুবর্ণ যোগ রয়েছে।
advertisement
1/15

অনেকেই আছেন যারা লটারি কাটতে ভালবাসেন। কিন্তু, অনেকেই সাহস করে লটারি কাটতে ভয় পান। লটারি কাটার আগে আপনার ভাগ্য কী বলছে সেটা একবার যাচাই করে নিলে সেই ভয় অনেকটাই লাঘব হয়।
advertisement
2/15
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, অগাস্টে বেশ কিছু রাশির লটারিতে ভাল যোগ রয়েছে। আবার কোনও কোনও রাশির লটারি থেকে দূরে থাকাই ভাল। দেখে নেওয়া যাক অগাস্টে কোন কোন রাশির ভাগ্যে লটারির ক্ষেত্রে সুবর্ণ যোগ রয়েছে।
advertisement
3/15
মেষ- এই রাশির জাতক/জাতিকারা চলতি মাসে একেবারেই লটারি কাটতে যাবেন না। অগাস্টে আপনাদের আর্থিক দিক খুব একটা ভাল দেখা যাচ্ছে না। তাই হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ খুব একটা নেই।
advertisement
4/15
বৃষ- বৃষ রাশির জাতকদের এই মাসে কোনও সময়েই লটারি কাটা উচিত নয়। এই মাসে আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই লটারি কাটা উচিত হবে না।
advertisement
5/15
মিথুন- মিথুন রাশির ব্যক্তিরা এই মাসে আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে এই মাসের যে কোনও সময়ে কেটে দেখতে পারেন।
advertisement
6/15
কর্কট- এই রাশির জাতক-জাতিকারা এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির। তাই লটারিতে লাভ হতেও পারে আবার নাও পারে। বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না।
advertisement
7/15
সিংহ- অগাস্টে সিংহ রাশির জাতক-জাতিকারা বাধাহীন ভাবে লটারি কাটতে পারেন। গোটা মাসটাই শুভ দেখা যাচ্ছে।
advertisement
8/15
কন্যা- অগাস্টে এই রাশির ব্যক্তিরা লটারির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। কম অঙ্কের হলেও লটারি কেটে দেখতে পারেন।
advertisement
9/15
তুলা- এই রাশির জাতক-জাতিকারা এই মাসে খুব বুঝে শুনে পা বাড়াবেন। মাসের শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না।
advertisement
10/15
বৃশ্চিক– অগস্টের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন। একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্যভাগে বা শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
advertisement
11/15
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিক দিয়ে শুভ থাকবে। লটারি কাটার হলে সেই সময় কেটে দেখতে পারেন।
advertisement
12/15
মকর– অগস্টের মধ্যভাগে মকর রাশির জাতক-জাতিকারা এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার ইচ্ছা হলেও তাতে সাড়া না দেওয়াই ভাল হবে।
advertisement
13/15
কুম্ভ– কুম্ভ রাশির ব্যক্তিদের অগস্টে লটারি থেকে দূরে থাকাই ভাল হবে হলে মনে করা হচ্ছে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।
advertisement
14/15
মীন- এই রাশির জাতক-জাতিকারা অগাস্ট মাসে লটারির দিক থেকে ভাল ফল পাবেন। কিন্তু, মধ্য এবং শেষভাগটা এড়িয়ে চলুন। ওই সময়ে লটারি কাটতে যাবেন না।
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রচুর টাকা পয়সা পাবেন হাতে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বৃষ থেকে মীন অগাস্ট মাসে বেশ কিছু রাশির ভাগ্যে লটারিতেই ধনবর্ষা! কারা থাকবেন দূরে?