Jyotish Tips|Food Astrology: খাওয়ার সময়ে মুখ রাখুন উপযুক্ত দিকে, নতুন বছরে খেতে বসে কখনও এই ভুল করবেন না, জল রাখুন পাতের এই দিকেই, ভাগ্য সব সময়ে থাকবে সঙ্গে
- Published by:Arjun Neogi
Last Updated:
Food Astrology: কোনদিকে মুখ করে খেতে বসলে টাকা পয়সার বৃষ্টি হবে
advertisement
1/9

জীবনে বেশ কয়েকটি ঘটনা আছে যা জীবনকে রীতিমত নাড়িয়ে দেয় ৷ ছোট ছোট জ্যোতিষ সংক্রান্ত ঘটনা জীবনকে ঘিরে ধরে ৷ তখন বেশ কিছু বিষয় এড়িয়ে গেলে মারাত্মক বিপদে পড়তে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই ছোট ছোট বিষয়ে এড়িয়ে না গিয়ে খেয়াল করলে বড় বা বাম্পার লাভ হতে পারে ৷ খাদ্য সংক্রান্ত বেশ কিছু বিষয় আছে যা জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
জীবনে বয়ে নিয়ে আসে উন্নতি ৷ বাস্তুশাস্ত্র মতে খাবার দাবার খাওয়ার সময়ে বিশেষ খেয়াল রাখতে হবে ৷ কয়েকটি বিষয় খেয়াল রাখলে সেগুলি বড় বড় ফল দিতে পারে ৷ ফলে ভাগ্যও সহায় হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
কখনও দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা মোটেই উচিৎ নয় ৷ শুধু বাড়িতেই নয় এই নিয়ম বাইরে কোনও হোটেল বা রেস্তোরাঁয় খাবার খেলে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ দক্ষিণ দিকে মুখ করে খেতে বসলে বিরাট সমস্যা হতে পারে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
খেতে খেতে বহু মানুষের জলপান করার অভ্যাস রয়েছে ৷ তবে খেয়াল রাখতে হবে জলের গ্লাস সর্বদা পাতের ডানদিকে রাখতে হবে ৷ ডান হাতে করে জলপান করলে সৌভাগ্য বৃদ্ধি হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
খাবার থালায় কখনও হাত ধোওয়া উচিৎ নয় ৷ এতে মা অন্নপূর্ণা রেগে যেতে পারেন ৷ জ্যোতিষ শাস্ত্রমতে এই অভ্যাস অত্যন্ত ভুল বলেই মনে করা হয় ৷ খাবার পাতে হাত ধুলে ভাগ্য বিপর্যয় হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
খাবার থালা থেকে একটি ছোট্ট অংশ প্রথমে ফেলে দিতে হবে ৷ এই অংশকে পিঁপড়ের ছাদে রেখে দিতে হবে ৷ এমন করলে আগামী দিনের সঙ্কট থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি অত্যন্ত মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই প্রয়োগ করুন জীবনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি অত্যন্ত মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই প্রয়োগ করুন জীবনে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jyotish Tips|Food Astrology: খাওয়ার সময়ে মুখ রাখুন উপযুক্ত দিকে, নতুন বছরে খেতে বসে কখনও এই ভুল করবেন না, জল রাখুন পাতের এই দিকেই, ভাগ্য সব সময়ে থাকবে সঙ্গে