Money Astrology Tips: ৭ শুক্রবার বাড়িতে রুটি করার সময় ছোট্ট কাজ করুন, জীবনে টাকা-সম্পত্তি-সোনার অভাব হবে না
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Money Astrology Tips: জীবনে অর্থ সবারই প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না।
advertisement
1/8

*আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন। কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*আপনার টাকা আটকে আছে বা আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি হচ্ছে না। তাহলে আপনারা এই দুটি ক্ষেত্রেই এই পদ্ধতি অবলম্বন করুন। খুলে যাবে আপনার ভাগ্য। ফিরবে রাশি রাশি টাকা। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*জ্যোতিষ সম্রাট গিরীশ শাস্ত্রী জানাচ্ছেন, পর পর সাত শুক্রবার অতি অবশ্যই একটি কাজ করতে হবে। আপনার বাড়ির যে রুটি তৈরি করা হয়। সেই রুটির তাওয়ার প্রথম রুটিটিতে কুমকুম এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তার উপর একটি বাতাসা এবং তিনটি লবঙ্গ রাখুন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*বাড়ির বারান্দায় অথবা আপনার বাড়ির ছাদে ওই রুটিটি রেখে দিন। এটা পরপর সাতটি শুক্রবার করুন। কীভাবে টাকা আসছে, তা আপনি নিজেও বুঝতে পারবেন না। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*হিন্দুধর্ম অনুসারে, দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবতা। তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাঁকে লাল ফুল দিয়ে পুজো করুন। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসেবে দিন। মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*বজরংবলীকে অশ্বত্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্বসংকটমোচন। তাঁকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে আশীর্বাদ লাভ হয়। অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনও মিষ্টি দ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*মনে রাখবেন যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন, তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Astrology Tips: ৭ শুক্রবার বাড়িতে রুটি করার সময় ছোট্ট কাজ করুন, জীবনে টাকা-সম্পত্তি-সোনার অভাব হবে না