TRENDING:

Flower for Devi Durga: মা দুর্গা মর্ত্যে আসছেন, পদ্মফুলের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু জানেন কি মা দুর্গা এই ফুলগুলিতেও হন তুষ্ট

Last Updated:
Flower for Devi Durga:পদ্ম বা শিউলি দেবী দুর্গার খুবই প্রিয় ফুল। না পেলে এই তিনটি ফুলের মালাও দিতে পারেন।
advertisement
1/5
মা দুর্গা মর্ত্যে আসছেন,পদ্ম ছাড়াও জানেন কি মা দুর্গা কোন ফুল দারুণ পছন্দ করেন
দেবী দুর্গার পদ্ম, শিউলি ভীষণ প্রিয় ফুল। পাশাপাশি জবা ফুল দেওয়া যায় মহামায়াকে। কিন্তু আরও তিনটি ফুল পেলে খুশি হন দেবী।
advertisement
2/5
বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলছেন, দেবী দুর্গার ভীষণ পছন্দের ফুল পদ্ম এবং শিউলি। তবে দুর্গাপূজোর সময় পদ্ম বা শিউলি ফুলের পাশাপাশি দেবীকে আকন্দ, অপরাজিতা বা করবী ফুল দেওয়া যায়।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, আকন্দ মহাদেবের ভীষণ প্রিয় ফুল। আবার বলা হয় সাদা আকন্দ ফুলের মূলে সিদ্ধিদাতা গণেশের বাস। তাই ১০৮ টি আকন্দ ফুলের মালা দুর্গাপুজোর সময় দেবীকে অর্পণ করতে পারেন।
advertisement
4/5
অপরাজিতা ফুলও দেবী দুর্গার ভীষণ প্রিয়। এক্ষেত্রে সাদা অথবা নীল অপরাজিতা দেবীকে অর্পণ করতে পারেন। এমনিতেই বিজয়া দশমীতে অপরাজিতার পুজো হয়। বিশ্বাস করা হয়, দেবীকে অপরাজিতা ফুল অর্পণ করলে, সব কাজে আপনি অপরাজেয় থাকবেন।
advertisement
5/5
এছাড়াও আরও একটি ফুল দেবীর ভীষণ পছন্দের। এই ফুল ছাড়া অসম্পূর্ণ মহানবমীর যজ্ঞ। দেবী দুর্গার অপার কৃপা পেতে হলে তাকে অর্পণ করতে পারেন সাদা করবী ফুলের মালা। মালা না পারলে অন্ততপক্ষে ১১ টি করবী ফুল দেবীকে অর্পণ করে মনস্কামনা জানান। ইচ্ছাপূরণ হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Flower for Devi Durga: মা দুর্গা মর্ত্যে আসছেন, পদ্মফুলের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু জানেন কি মা দুর্গা এই ফুলগুলিতেও হন তুষ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল