TRENDING:

Surya Grahan 2023| Solar Eclipse 2023|| পুজোপাঠ-শুভ কাজ ভুলেও নয়! সূর্যগ্রহণে কখন শুরু সূতককাল? জেনে নিন সর্বনাশের আগেই

Last Updated:
Solar Eclipse 2023 Effect: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূতককালও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় এই সূতককাল। এই সূতককালে যে কোনও রকম পুজোপাঠ বা শুভ কর্ম করা নিষিদ্ধ। 
advertisement
1/8
পুজোপাঠ-শুভ কাজ ভুলেও নয়! সূর্যগ্রহণে কখন শুরু সূতককাল? জেনে নিন সর্বনাশের আগেই
*বাংলা হোক বা ইংরেজি- নতুন বছরের প্রথম সূর্য গ্রহণ ঘটতে চলেছে চলতি মাসেই। আগামী ২০ এপ্রিল পৃথিবীর বুক থেকে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে দাঁড়ালেই সূর্যগ্রহণ হয়। কিন্তু এই সব মহাজাগতিক ঘটনার প্রভাব মানুষের জীবনে পড়ে বলে মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। সূর্যগ্রহণ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এবারের সূর্যগ্রহণ কতক্ষণ স্থায়ী হবে? ভারতে এর প্রভাব পড়বে কি না? কতটা প্রভাব পড়তে পারে, উঠছে সেই প্রশ্নও। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*ঝাড়খণ্ডের দেওঘরের জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দকিশোর মুগদল জানান, বছরের প্রথম সূর্যগ্রহণটি ভারতভূমি থেকে একেবারেই দেখা যাবে না। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুগদল নিউজ ১৮-কে জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল সকাল ৭.১২ মিনিটে শুরু হয়ে এই সূর্যগ্রহণ চলবে দুপুর ১২.৩২ মিনিট পর্যন্ত। কিন্তু তা কোনও ভাবেই ভারত থেকে দেখা যাবে না। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*শুধু সূর্যগ্রহণ নয়। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূতককালও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে থেকে শুরু হয় এই সূতককাল। এই সূতককালে যে কোনও রকম পুজোপাঠ বা শুভ কর্ম করা নিষিদ্ধ। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*কিন্তু এবার যেহেতু সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই তার কোনও প্রভাবও এখানে পড়বে না বলে জানিয়েছেন পণ্ডিত নন্দকিশোর মুগদল। পাশাপাশি সূতককালের বিধিনিষেধও কার্যকরী হবে না কোনও ভাবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*২০ এপ্রিল ২০২৩, বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তবে, এটি কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*শেষ সূর্যগ্রহণ: এর আগে শেষবার সূর্যগ্রহণ হয়েছিল ২৫ অক্টোবর, ২০২২-এ। সেবার ভারত থেকেও সূর্যগ্রহণ দেখা গিয়েছিল- তবে আংশিক। সূর্যগ্রহণের সময় ছিল বিকেল ৪.২৮ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। এসময়ের ১২ ঘণ্টা আগে সূতককাল শুরু হয়েছিল। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2023| Solar Eclipse 2023|| পুজোপাঠ-শুভ কাজ ভুলেও নয়! সূর্যগ্রহণে কখন শুরু সূতককাল? জেনে নিন সর্বনাশের আগেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল