TRENDING:

Saphala Ekadashi 2024: সফলা একাদশীতে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, জীবনে অন্ধকার নেমে আসবে, ক্ষতি হবে মারাত্মক!

Last Updated:
First Ekadashi of Year 2024: আজ সফলা একাদশী৷ চাকরিতে বাধা, ব্যবসায় লোকসান? এবছরের প্রথম একাদশী, ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করুন তুলসী ও ক্ষীর৷ জীবনের সব সমস্যা কাটবে৷
advertisement
1/7
সফলা একাদশী, ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না,জীবনে অন্ধকার নেমে আসবে,ক্ষতি মারাত্মক
একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর উপবাস। প্রতি মাসেই একাদশীর উপোস থাকে৷ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে পরিচিত। সমস্ত কাজে সাফল্য আনতে এবং ইচ্ছা পূরণ করার জন্য পালিত হয় সফলা একাদশী।
advertisement
2/7
সফলা একদশী নিয়ে অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছে যে একাদশীর তিথিটি মূলত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়৷ এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দেবী লক্ষ্মীও সুপ্রসন্ন হন। এছাড়াও বাড়িতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আজ, ৭জানুয়ারি দুপুর ১২.৪১ থেকে শুরু হচ্ছে। শেষ হচ্ছে কাল, ৮ জানুয়ারি দুপুর ১২.৪৬এ৷ ৭ জানুয়ারি সফলা একাদশীর উপোস হবে। এটাই এই বছরের প্রথম একাদশী।
advertisement
3/7
সাফলা একাদশীর দিনে কি এই প্রতিকার করবেন?
advertisement
4/7
⦁ সফলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে ক্ষীর নিবেদন করতে হবে। ক্ষীর দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এটি করলে প্রতিটি ইচ্ছা পূরণ হয়।
advertisement
5/7
⦁ আপনি যদি চাকরি বা ব্যবসা নিয়ে সমস্যায় পড়ে থাকেন, তাহলে সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর সামনে ৯মুখী প্রদীপ নিবেদন করুন। এছাড়াও বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে। এতে করে উন্নতির পথ সহজ হয়।
advertisement
6/7
⦁ সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতার মালা অর্পণ করতে হবে। তবে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তাই একাদশীর একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হবে। এতে করে দারিদ্র্য দূর হয়।
advertisement
7/7
⦁ এছাড়া সাফলা একাদশীর দিন কলা গাছে হলুদ মিশিয়ে জল নিবেদন করতে হবে। বিশ্বাস করা হয় যে সফলা একাদশীর দিন এটি করলে জীবনের সকল প্রকার বাধা বিপত্তি দূর হয় এবং প্রতিটি কাজে সফল্য পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saphala Ekadashi 2024: সফলা একাদশীতে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, জীবনে অন্ধকার নেমে আসবে, ক্ষতি হবে মারাত্মক!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল