Birbhum News: নিজের শরীরের যত্ন নিন এই সব রাশির লোকেরা, সাবধান থাকবেন কারা? জানুন বিশদে
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
এই বিষয়ে আমাদের জানিয়েছেন কলকাতা থেকে তারাপীঠ এ আগত বিশিষ্ট জ্যোতিষী বিপ্লবকান্তি মহারাজ।
advertisement
1/4

মাসের প্রতিটি দিন নতুন সকাল নিয়ে আসে। সঙ্গে নিয়ে আসে নতুন আশা। গতকাল খারপ গেলেও আজ ভাল কাটবে, সেই আশাতেই টেকে সংসার! দিন ভাল যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়। এই বিষয়ে আমাদের জানিয়েছেন কলকাতা থেকে তারাপীঠ এ আগত বিশিষ্ট জ্যোতিষী বিপ্লবকান্তি মহারাজ।
advertisement
2/4
কর্কট রাশি: বাইরের অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজ প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভাল। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে।
advertisement
3/4
কন্যা: শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। আজ কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ভাল আয় হতে পারে। নিজের শরীরের ওপর বিশেষ ভাবে নজর দিন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/4
মিথুন রাশি: দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে। হাঁটু বা পায়ের ব্যথায় কষ্ট পাবেন
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Birbhum News: নিজের শরীরের যত্ন নিন এই সব রাশির লোকেরা, সাবধান থাকবেন কারা? জানুন বিশদে