TRENDING:

Rashifal: ১ ফেব্রুয়ারি থেকেই খুলবে সৌভাগ্যের বন্ধ দরজা! শুক্রের উদয়ে ৪ রাশির জীবনে শুরু হবে ধামাকা, টাকাপয়সা-সোনাদানার বৃষ্টি

Last Updated:
February Lucky Zodiac Signs: ধন, সমৃদ্ধি ও বিলাসিতার কারক শুক্র গ্রহ৷ দীর্ঘদিন ধরে অস্ত অবস্থায় ছিলেন শুক্র৷ এবার ফেব্রুয়ারি ২০২৬-এ শুক্র উদিত হতে চলেছে। শুক্র উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই ৪টি রাশির ভাগ্য উজ্জ্বল হবে এবং প্রচুর অর্থলাভের যোগ তৈরি হবে।
advertisement
1/7
১ ফেব্রুয়ারি থেকেই খুলবে সৌভাগ্যের বন্ধ দরজা! শুক্রের উদয়ে ৪ রাশির বাম্পার লাভ
ধন, সমৃদ্ধি ও বিলাসিতার কারক শুক্র গ্রহ৷ দীর্ঘদিন ধরে অস্ত অবস্থায় ছিলেন শুক্র৷ এবার ফেব্রুয়ারি ২০২৬-এ শুক্র উদিত হতে চলেছে। শুক্র উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই ৪টি রাশির ভাগ্য উজ্জ্বল হবে এবং প্রচুর অর্থলাভের যোগ তৈরি হবে।
advertisement
2/7
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধন, বৈভব ও বিলাসিতার কারক হিসেবে ধরা হয়। পাশাপাশি শুক্র প্রেম ও সৌন্দর্যের দাতাও। ডিসেম্বর ২০২৫-এ শুক্র অস্ত গিয়েছিল, যার ফলে সমস্ত শুভ কাজ থমকে গিয়েছিল। একই সঙ্গে বহু মানুষের আর্থিক অবস্থা ও প্রেমজ জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছিল। এখন আবার শুক্র উদিত হতে চলেছেন৷
advertisement
3/7
১ ফেব্রুয়ারি ২০২৬-এ শুক্র গ্রহ উদয় হবে। শুক্র মকর রাশিতে উদিত হবে। শুক্র উদয়ের সঙ্গে সঙ্গেই আবার মাঙ্গলিক কাজ শুরু হবে। একই সঙ্গে ৪টি রাশির জাতকদের ধন-সমৃদ্ধির আশীর্বাদ দেবে। জেনে নিন, শুক্রের উদয় কোন কোন রাশির ভাগ্যোদয় ঘটাবে৷
advertisement
4/7
বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রের উদয় বৃষ রাশির জাতকদের প্রেমজ জীবনে আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে আসবে। অবিবাহিতদের জীবনে সঙ্গী আসতে পারে। পাশাপাশি ধন বৃদ্ধি পাবে। কর্মজীবনে উন্নতি হবে। নতুন পদ বা বাড়তি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
মিথুন রাশি: শুক্রের উদয় মিথুন রাশির জাতকদের জন্য ধন-সম্পত্তি বৃদ্ধিকারী হবে। নতুন বাড়ি, গাড়ি, জমি বা দোকান কেনার যোগ রয়েছে। আর্থিক অবস্থা মজবুত হবে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসবে। অবিবাহিতদের জীবনে বিশেষ কারও আগমন ঘটতে পারে। আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে।
advertisement
6/7
তুলা রাশি: তুলা রাশির অধিপতিও শুক্র গ্রহ, তাই শুক্রের উদয় এই রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আপনি নতুন বাড়ি, গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। জমি-জায়গা সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। ব্যবসা ও চাকরির জন্য সময় অনুকূল।
advertisement
7/7
মকর রাশি: শুক্র বর্তমানে মকর রাশিতেই অবস্থান করছে এবং সেখানেই উদিত হবে। এর ফলে মকর রাশির জাতকদের হঠাৎ ধনলাভ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে সুখ-শান্তি আসবে। কর্মজীবনে উন্নতি হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rashifal: ১ ফেব্রুয়ারি থেকেই খুলবে সৌভাগ্যের বন্ধ দরজা! শুক্রের উদয়ে ৪ রাশির জীবনে শুরু হবে ধামাকা, টাকাপয়সা-সোনাদানার বৃষ্টি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল