TRENDING:

Face This Side While Eating: খাওয়ার সময়ে ভুলেও এই দিকে মুখ করে বসবেন না, আটকে যাবে উন্নতি, সংসারে ছেয়ে যাবে অশান্তির ছায়া

Last Updated:
Face This Side While Eating: আপনি খাবারের সময় কোন দিকে মুখ করে খাচ্ছেন? কোন দিকে মুখ করে খেলে সুখ ও শান্তি থাকবে ?
advertisement
1/6
খাওয়ার সময়ে ভুলেও এই দিকে মুখ করে বসবেন না,আটকাবে উন্নতি,সংসারে অশান্তির ছায়া
: আপনি খাবারের সময় কোন দিকে মুখ করে খাচ্ছেন? কোন দিকে মুখ করে খেলে সুখ ও শান্তি থাকবে ? বাস্তু মতে কোন দিকে মুখ করে বসে খাওয়া উচিত ? কি বলছেন বাস্তুশাস্ত্র বিশরদ পূবালী গুহ শাস্ত্রী, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রতিটি কক্ষের নির্দিষ্ট বাস্তু নীতি রয়েছে। 
advertisement
2/6
সঠিক মুখ বসে খাবার খাওয়া শরীরের জন্য অত্যন্ত ভালো। জেনে নিন কোন দিকে বসে খাবেন এবং কোন দিকে মুখ করে বসে মোটেই খাওয়া উচিত নয়।সুস্বাস্থ্য লাভের জন্য পুষ্টিকর ও সুষম আহার গ্রহণ অত্যন্ত জরুরি। তবে শুধুমাত্র পুষ্টিকর ও সুস্বাদু খাবার খেলেই যে স্বাস্থ্য বৃদ্ধি হবে, তা না-ও হতে পারে। বাস্তু শাস্ত্রে খাবার খাওয়ার জন্য দিক নির্ধারণ করা হয়েছে।
advertisement
3/6
কোন দিকে মুখ করে খাবার খাচ্ছেন, তা ব্যক্তির স্বাস্থ্যের ওপর অনুকূল অথবা প্রতিকূল প্রভাব ফেলে।পূবালী গুহ শাস্ত্রী জানান,বাস্তু শাস্ত্র মতে, বাড়ির সঠিক দিকে বসে আহার গ্রহণ করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে।
advertisement
4/6
পূর্ব দিকে মুখ করে ভোজন:বাস্তু অনুযায়ী পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়াকে শ্রেষ্ঠ মনে করা হয়। পূর্ব দিকে মুখ করে ভোজন করলে রোগ ও মানসিক অবসাদ দূর হয়। মস্তিষ্ক স্ফূর্তি লাভ করে। পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে খাবার খেলে তা সহজে হজম হয়, যার ফলে স্বাস্থ্যও ভালো থাকে। আবার পূর্ব দিকে মুখ করে ভোজন করলে আয়ু বৃদ্ধি ঘটে।
advertisement
5/6
খাবার সময় ছাত্র-ছাত্রীদের মুখ থাকুক উত্তর দিকে:বাস্তু শাস্ত্র অনুযায়ী যে জাতকরা অর্থ, বিদ্যা ও অন্য জ্ঞান অর্জন করতে চান, তাঁরা উত্তর দিকে মুখ করে আহার গ্রহণ করুন। পড়ুয়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন জাতকরা এ দিকে মুখ করে খাবার খেলে লাভ অর্জন করতে পারেন। আবার সদ্য কেরিয়ারের সূচনা করে থাকলেও উত্তর দিকে মুখ রেখেই খাবার খাবেন।
advertisement
6/6
চাকরিজীবীদের জন্য পশ্চিম দিকই শ্রেষ্ঠ:পশ্চিম দিককে লাভের দিক বলা হয়। ব্যবসায়ী বা চাকরিজীবী, লেখক, গবেষকদের পশ্চিম দিকে মুখ করে ভোজন করা উচিত। বাস্তু নিয়ম অনুযায়ী দক্ষিণ দিককে যমের দিক বলা হয়। এ দিকে মুখ করে ভোজন করলে আয়ু হ্রাস পায়। আবার একাধিক সমস্যায় জীবন ঘিরে যায়। তবে এক সঙ্গে অনেকে বসে খাবার খেলে দিকের কোনও প্রভাব থাকে না। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Face This Side While Eating: খাওয়ার সময়ে ভুলেও এই দিকে মুখ করে বসবেন না, আটকে যাবে উন্নতি, সংসারে ছেয়ে যাবে অশান্তির ছায়া
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল