Eye Twitching Meaning: চোখ কেন কাঁপে জানেন? কোন চোখ কাঁপলে কী হয়? শুভ–অশুভ কীসের ইঙ্গিত দেয় 'চোখ'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সামুদ্রিক শাস্ত্র অনুসারে মুখমণ্ডল তথা সম্পূর্ণ শরীরের অধ্যয়ন বিদ্যা বলছে, মহিলা ও পুরুষ দু’জনের ক্ষেত্রে চোখ কাঁপার আলাদা আলাদা অর্থ হয়।
advertisement
1/12

এমনটা প্রায়ই দেখা যায় আচমকা চোখ ফড়ফড় করছে বা কাঁপছে। একই সমস্যা আপনিও নিশ্চই অনেকের মুখে শুনে থাকবেন। এমনভাবে চোখ ফড়ফড় করলে তার কী কোনও ব্যাখ্যা আছে?
advertisement
2/12
সমুদ্রশাস্ত্র মতে, এই শারীরিক পরিবর্তনটিকে জীবনের শুভ ও অশুভর সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। অনেকে এটা মনে করেন যে চোখের ফড়ফড়ানো বা কাঁপার অর্থ আগাম কোনও ঘটনাকে সূচিত করা।
advertisement
3/12
সামুদ্রিক শাস্ত্র অনুসারে মুখমণ্ডল তথা সম্পূর্ণ শরীরের অধ্যয়ন বিদ্যা বলছে, মহিলা ও পুরুষ দু’জনের ক্ষেত্রে চোখ কাঁপার আলাদা আলাদা অর্থ হয়। সমুদ্রশাস্ত্র অনুসারে, পুরুষদের ডান চোখের কাঁপা শুভ বলে মনে করা হয় এবং মহিলাদের জন্য বাঁ চোখ কাঁপা শুভ বলে বিশ্বাস করা হয়।
advertisement
4/12
জ্যোতিষ শাস্ত্রের অন্তর্গত সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও পুরুষের ডান চোখ ফড়ফড় করে তাহলে এটা তাঁর জন্য শুভ সঙ্কেত বহন করে আনে। বিশ্বাস করা হয়, ডান চোখ কাঁপলে ওই ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয়ে যায়। এর সঙ্গে, ওই ব্যক্তির পদোন্নতি বা ধন লাভও হওয়ার প্রভূত সম্ভাবনা আছে।
advertisement
5/12
কিন্তু উল্টোদিকে যদি কোনও মহিলার ক্ষেত্রে এমনটা হয় তা কিন্তু তার জন্য মোটেই ভালো নয়। কোনও মহিলার যদি ডান চোখ ফড়ফড় করে তবে তা অশুভ সঙ্কেত হয় তাঁর জন্য। বিশ্বাস করা হয়, এই ধরণের চোখ কাঁপা ওই মহিলার জন্য খারাপ ইঙ্গিত বহন করে আনে। মনে করা হয় যে ওই মহিলার কাজ বিগড়োতে পারে বা কোনও বিঘ্ন ঘটতে পারে আগামী দিনে।
advertisement
6/12
অন্যদিকে আবার বাঁ চোখ কাঁপা কোনও মহিলার জন্য শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে বাঁ চোখ কাঁপার অর্থ সোনা-রূপোর গয়না পাওয়ার সঙ্কেত হতে পারে। বিপরীতে আবার যদি কোনও পুরুষের বাঁ চোখ কাঁপে তাহলে তাঁর লোকসান হতে পারে, অর্থনাশ হতে পারে, কাজের ক্ষেত্রে আসতে পারে বাধা।
advertisement
7/12
তবে এ ছাড়াও চোখে অনেক সময় মাংসপেশী সংক্রান্ত সমস্যা হওয়ার ফলেও চোখ কাঁপতে থাকে। যদি দীর্ঘ সময় ধরে আপনার চোখ কাঁপতে থাকে, তবে একবার হলেও চোখের পরীক্ষা করিয়ে নিন। হতেই পারে আপনার চোখে চশমা লাগতে হতে পারে। অথবা চশমার নম্বরও বদলাতে পারে। তাই অবশ্যই এমনটা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।
advertisement
8/12
শুধু শারীরিক কারণেই নয়। এমনকি চূড়ান্ত কোনও মানসিক চাপের কারণে আপনার চোখও কাঁপতে পারে। বিশেষ করে যখন মানসিক চাপের কারণে আপনি শান্তিতে ঘুমাতে পারেন না এবং আপনার ঘুম সম্পূর্ণ হয় না, তখন চোখ কাঁপার সমস্যা হতে পারে।
advertisement
9/12
অতিরিক্ত ক্লান্তির কারণে চোখেও সমস্যা হয়। এ ছাড়া চোখের ক্লান্তি বা দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপে কাজ করার কারণেও এই সমস্যা হতে পারে। এর জন্য চোখের বিশ্রাম দেওয়া প্রয়োজন।
advertisement
10/12
চোখে শুকিয়ে যাওয়া চোখে শুষ্কতা থাকলেও চোখ কাঁপার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া চোখে অ্যালার্জি, জল পড়া, চুলকানি ইত্যাদি সমস্যা থাকলেও চোখ কাঁপতে পারে।
advertisement
11/12
শরীরে ম্যাগনেসিয়ামের অভাবে চোখ কাঁপতে পারে। এ ছাড়া অতিরিক্ত কফি বা মদ্যপান করলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই বার বার এমনটা হলে সবক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
12/12
Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা মনে করি, চোখের ফড়ফড়ানি বা চোখ কাঁপার মতো কোনও সমস্যা হলে একেবারে শুভ বা অশুভ ভেবে তার প্রতি উদাসীন থাকা উচিত নয়। বরং এই ধরণের কিছু সমস্যা হলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেই মনে করি আমরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Eye Twitching Meaning: চোখ কেন কাঁপে জানেন? কোন চোখ কাঁপলে কী হয়? শুভ–অশুভ কীসের ইঙ্গিত দেয় 'চোখ'!