Makar Sankranti 2022: মকর সংক্রান্তির দিন এই খাবার খেলে একটি বিশেষ সংযোগ তৈরি হবে, বিশাল উন্নতিতে ভরবে জীবন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Astrology 2022|Makar Sankranti Horosope 2022|Makar Sankranti Zodiac Sign 2022|Makar Sankranti Astrological Prediction 2022|Life Style: মকর সংক্রান্তির দিন তুমুল যোগ এই দিন কলো তিলের নাড়ু খেলেই জীবনে উন্নতি অবধারিত
advertisement
1/10

প্রতি ৩০ দিনে সূর্য রাশি বদলায় ৷ আর প্রতি ৬ মাসে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ৷ বিশেষত সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখম মকর সংক্রান্তি হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এই দিনকে উত্তর গোলার্ধে উত্তরায়ণ বলা হয়ে থাকে ৷ সূর্যের উত্তরায়ণকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে অভিহিত করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
কিন্তু উত্তর গোলার্ধের প্রতিটি স্থানেই ঘটনা একই ঘটে ৷ এইদন চিল, গুড় খেতে হয় ও দান করতে হয় তবেই জাবনে এক সুন্দর মুহূর্ত আসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে তিল ও গুড় খাওয়ার সংযোগ এসেছে সূর্য ও শনির সূত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
মকর সংক্রান্তির দিনে তিল ও গুড় খেলে ও দান করলে সূর্য ও শনির কৃপা জীবনে অত্যন্ত রকমের আসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
জীবনে সাফল্য পেতে গেলে ও উন্নতি করতে গেলে গ্রহের কৃপা পাওয়া অত্যন্ত জরুরি ৷ এই মকর সংক্রান্তির দিনে তিল ও গুড় খেলে তা অত্যন্ত শুভ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
পুরাণ মতে একবার সূর্য তাঁর ছেলে শনির উপরে রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে তাঁর ঘর কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন ৷ কুম্ভ রাশির স্বামী হলেন শনি ৷ শনিদেবের ঘর কুম্ভ বলেই পরিচিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
সূর্য শনির ঘরে গিয়ে দেখেছেন একমাত্র তিলই অবশিষ্ট ছিল বাকি সমস্ত ঘরে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৷ তখন শনিদেব তাঁর বাবাকে কালো তিল দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
যা অত্যন্ত খুশি করেছিল সূর্যকে ৷ খুশি হয় সূর্য শনিকে আরও একটি ঘর মকর দিয়েছিলেন, তাই যখনই সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ঠিক তখনই ঘর ধনধান্যে ভরে উঠবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
তাই মকর সংক্রান্তির দিনে কালো তিল ও গুড় অর্পিত করলে সূর্য ও শনির কৃপা পাওয়া যায় জীবনে অত্যন্ত উন্নতি আসবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2022: মকর সংক্রান্তির দিন এই খাবার খেলে একটি বিশেষ সংযোগ তৈরি হবে, বিশাল উন্নতিতে ভরবে জীবন