TRENDING:

Mantra Magic: এই কয়েকটি মন্ত্রেই জীবনে সমৃদ্ধির জোয়ার, অর্থ, শান্তি, সম্মান যাবে উপচে

Last Updated:
Mantra Magic: ৫ টি অলৌকিক মন্ত্রের উচ্চারণে জীবনে হবে শত্রুর নাশ, প্রতিপত্তি, সমৃদ্ধি
advertisement
1/6
Mantra Magic: এই কয়েকটি মন্ত্রেই জীবনে সমৃদ্ধির জোয়ার, অর্থ, শান্তি  যাবে উপচে
: মানুষের জীবন নানা ওঠাপড়ায় ভরা৷  জীবনের চলার পথে একটা না একটা সমস্যা প্রায়ই আসে। কখনও কাউকে আর্থিক সংকটে পড়তে হয়, আবার কেউ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যান। এছাড়াও কিছু সমস্যা এমন হঠাৎ চলে আসে যে তার কোনও কূল কিনারাই পাওয়া যায় না৷ আপনি যদি আপনার জীবনে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে পাঁচ মহান স্তোত্র পাঠ করুন। ভোপালের বাসিন্দা জ্যোতিষী আচার্য বিনোদ সোনি পোদ্দার এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন৷
advertisement
2/6
৫ টি অলৌকিক মন্ত্রের উচ্চারণে জীবনে হবে শত্রুর নাশ, প্রতিপত্তি, সমৃদ্ধি শ্রী রাম রক্ষা স্তোত্র: এটি নিয়মিত পাঠ করলে ধন, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি হয়৷ মানুষ নির্ভীক হয়ে ওঠেন৷  যে ব্যক্তি এই মন্ত্রপাঠ করেন তাঁকে ভগবান শ্রী রাম এবং তাঁর ভক্ত হনুমান নিজে রক্ষা করেন।
advertisement
3/6
 বিষ্ণু সহস্ত্রাম স্তোত্র: যে ব্যক্তি সহস্রবার বিষ্ণু নাম পাঠ করেন তিনি খ্যাতি, সুখ, ঐশ্বর্য, সমৃদ্ধি, সাফল্য, স্বাস্থ্য এবং সৌভাগ্য লাভ করেন৷ তাঁদের সব ধরণের মনোবাঞ্ছা পূর্ণ হয়।
advertisement
4/6
সুন্দরকাণ্ডের পাঠ: সপ্তাহে একবার হনুমান-জীর সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। সুন্দরকাণ্ড পাঠ করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। যে কোনও ধরনের ঝামেলা বা সংকটই হোক না কেন, সুন্দর কাণ্ড পাঠ করলে এই সংকট তৎক্ষণাৎ দূর হয়। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলেও এই একই  উপকার পাওয়া যায়।
advertisement
5/6
4. দুর্গা সপ্তশতী বা চণ্ডীপাঠ: দুর্গা সপ্তশতী বা চণ্ডী পাঠ করতে হলে বেশ কিছু নিয়ম ও রীতি পালন করতে হয়৷ বজায় রাখতে হয় পবিত্রতা। চণ্ডীপাঠ করলে মানুষ  জগতের কোনও কিছুতে ভয় পায় না,  রোগ-শোক তাঁদের  স্পর্শ করতে পারে না৷  এটি বারবার পাঠ করলে ব্যক্তির জীবন অসাধারণ মায়ায় ভরে ওঠে৷
advertisement
6/6
গীতার পাঠ: গীতা পাঠ করলে আমাদের বুদ্ধি জাগ্রত হয় এবং জীবনের পাথেয় পাওয়া যায়৷ সমস্ত ধরণের মন ও মস্তিষ্কের বিষয়ের সব দুঃখ-ক্ষোভ সরে যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mantra Magic: এই কয়েকটি মন্ত্রেই জীবনে সমৃদ্ধির জোয়ার, অর্থ, শান্তি, সম্মান যাবে উপচে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল