TRENDING:

Ekadashi Upvas: একাদশীতে ভুলেও এই সব খাবার মুখে তুলবেন না, আপনার সংসার ধ্বংসের দিকে দৌড়বে আপনি টেরও পাবেন না

Last Updated:
Ekadashi Upvas: আপনি কি একাদশী উপোস করেন! কী খাবেন না একাদশীতে জানুন
advertisement
1/7
একাদশীতে ভুলেও এই সব খাবার মুখে তুলবেন না, আপনার সংসার ধ্বংসের দিকে দৌড়বে
:আপনি কি একাদশীর উপোস রাখছেন নাকি? ১২ই ডিসেম্বর পড়েছে মোক্ষদা একাদশী । এইএকাদশীতে কী কী করা এবং খাওয়া উচিত নয় জানেন ?বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান,হিন্দুধর্মমতে ১৫ দিন অন্তর অন্তর প্রত্যেককেই একাদশী করা উচিত। এই একাদশীতে সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। Photo- Representative
advertisement
2/7
তবে এই একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ নিষিদ্ধ:১)ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি খাওয়া যাবে না। Photo- Representative
advertisement
3/7
২) গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকম বিস্কুট, হরলিকস ইত্যাদি খাওয়া এদিন বারণ। Photo- Representative
advertisement
4/7
৩)এছাড়া যব বা ভূট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি এই একাদশীর দিন গ্রহণ করা উচিত নয়।
advertisement
5/7
৪)ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরী, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি আহার গ্রহণ করা যাবেনা।
advertisement
6/7
৫)এছাড়া সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনও একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়।
advertisement
7/7
যাঁরা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি/সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভাল। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ekadashi Upvas: একাদশীতে ভুলেও এই সব খাবার মুখে তুলবেন না, আপনার সংসার ধ্বংসের দিকে দৌড়বে আপনি টেরও পাবেন না
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল