TRENDING:

Durga Sashthi Vastu Eating Tips: রাত পোহালেই দুর্গাষষ্ঠী! আগামিকাল কত ক্ষণ আছে এই তিথি? ভুলেও মুখে দেবেন না এই ৩ খাবার! অভাব দুঃখ দুর্দশায় ছারখার হবে জীবন! তছনছ স্বপ্ন-সংসার

Last Updated:
Durga Sashthi Vastu Eating Tips: দুর্গাষষ্ঠী তথা সম্পূর্ণ দেবীপক্ষ জুড়ে কিছু নির্দিষ্ট আহার ও আচরণবিধি আছে৷ প্রাথমিক ভাবে এই রীতি নীতি শুরু হয়েছিল মরশুম পরিবর্তনের সময় শারীরিক সুস্থতার কথা ভেবেই৷ ধীরে ধীরে নীতির সঙ্গে যুক্ত হয়েছে জ্যোতিষ অনুষঙ্গ৷
advertisement
1/8
রবিবার কত ক্ষণ আছে দুর্গাষষ্ঠী? খাবেন না এই ৩ খাবার! অভাব দুঃখ দুর্দশায় ছারখার হবে জীবন!
বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী৷ তার মধ্যে অন্যতম দুর্গাষষ্ঠী৷ আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই পার্বণ পালন করেন গৃহিণীরা৷ সন্তান, সংসার-সহ সর্বাঙ্গীন মঙ্গলকামনায় পালিত হয় দুর্গাষষ্ঠী তিথি৷
advertisement
2/8
এ বছর দুর্গাষষ্ঠী তিথি পালিত হবে ২৮ সেপ্টেম্বর, রবিবার৷ তার আগের দিনই শুরু হচ্ছে এই তিথি৷ থাকবে রবিবার সকাল ১০.৪৩ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে এই পালিত হবে রবিবারই৷
advertisement
3/8
দুর্গাষষ্ঠী তথা সম্পূর্ণ দেবীপক্ষ জুড়ে কিছু নির্দিষ্ট আহার ও আচরণবিধি আছে৷ প্রাথমিক ভাবে এই রীতি নীতি শুরু হয়েছিল মরশুম পরিবর্তনের সময় শারীরিক সুস্থতার কথা ভেবেই৷ ধীরে ধীরে নীতির সঙ্গে যুক্ত হয়েছে জ্যোতিষ অনুষঙ্গ৷ জেনে নিন সে বিষয়ে৷ বলছেন জ্যোতিষী চক্রপাণি ভাট৷
advertisement
4/8
মহালয়ার পর প্রতিপদে চালকুমড়ো খাওয়া নিষিদ্ধ৷ তৃতীয়াতে পটল খাওয়া অশুভ বলে মনে করা হয়৷ চতুর্থীর দিন কখনওই মুলো এবং পঞ্চমীতে বেলভক্ষণ করবেন না৷
advertisement
5/8
ষষ্ঠীতে নিমপাতা-সহ কোনও তিতো খাবার গ্রহণ করবেন না৷ অষ্টমীতে নারকেল এবং দশমী তিথিতে কলমিশাক গ্রহণ নিষিদ্ধ বলে মনে করা হয়৷
advertisement
6/8
দুর্গাষষ্ঠী ব্রত যাঁরা পালন করবেন, তাঁরা এই দিন কখনওই আমিষ আহার গ্রহণ করবেন না৷ চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে৷ দূরে থাকুন সব রকম নেশাজাতীয় জিনিস গ্রহণ করা থেকে৷
advertisement
7/8
এছাড়াও কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলি এই সময় বর্জনীয়৷ সেগুলির মধ্যে একটি হল থোড়৷ এই সময় কলাগাছের অংশ ভক্ষণ করা নিষিদ্ধ৷
advertisement
8/8
মনে করা হয় এই আহারবিধি পালন করলে সংসারে সুখশান্তি সমৃদ্ধি বজায় থাকে৷ রীতি লঙ্ঘন করলেই সংসারে নেমে আসে দুঃখ কষ্ট দারিদ্র এবং অনটনের করাল ছায়া৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Sashthi Vastu Eating Tips: রাত পোহালেই দুর্গাষষ্ঠী! আগামিকাল কত ক্ষণ আছে এই তিথি? ভুলেও মুখে দেবেন না এই ৩ খাবার! অভাব দুঃখ দুর্দশায় ছারখার হবে জীবন! তছনছ স্বপ্ন-সংসার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল