Durga Puja 2025: এখনই ফেলে দিন! ষষ্ঠীর আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এইসব জিনিস, ছোট্ট টোটকায় সংসারে টাকার বৃষ্টি, বছরভর সুখ-শান্তি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Durga Puja Vastu Tips: বাস্তুশাস্ত্রমতে দেবী দুর্গার আগমণের এই শুভ সময়ে বেশ কিছু নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি এবং সম্পদ আসে। অর্থকষ্ট দূর হয়।
advertisement
1/8

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। খাতায় কলমে পঞ্চমী হলেও বাঙালি ইতিমধ‍্যেই ডুব দিয়েছে শ্রেষ্ঠ উত্‍সবে। দেবীপক্ষ অর্থাত্‍ মহালয়ার থেকেই শুরু হয়ে পুজোর আমেজ। পুজোর ক'টি দিন শাস্ত্রমতে আধ‍্যাত্মিকভাবেও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/8
বাস্তুশাস্ত্রমতে দেবী দুর্গার আগমণের এই শুভ সময়ে বেশ কিছু নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি এবং সম্পদ আসে। অর্থকষ্ট দূর হয়। ষষ্ঠীর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিয়ে থাকেন বাস্তুবিদরা।
advertisement
3/8
বিশেষজ্ঞরা জানান, পুজোর এই শুভ সময়ে বাড়ি থেকে কিছু জিনিস সরিয়ে ফেলা উচিত। এগুলি বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি তৈরি হয়। তাই ষষ্ঠীর আগেই সরিয়ে ফেলুন এইসব জিনিস।
advertisement
4/8
ভাঙা মূর্তি: ভাঙা মূর্তি, ফাটা ফটো ফ্রেম ইত্যাদি বাড়িতে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এগুলি দুঃখ এবং কষ্টের প্রতীক। দুর্গা পূজার পবিত্র সময়ে বাড়িতে এমন জিনিস থাকলে, মায়ের আশীর্বাদ ঠিকমতো পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয়। তাই, এমন জিনিসগুলি তৎক্ষণাৎ সরিয়ে ফেলা ভাল।
advertisement
5/8
বন্ধ ঘড়ি: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে তা থেমে যাওয়া অগ্রগতি এবং থেমে যাওয়া সময়ের প্রতীক। এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তাই, বোধনের আগে বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি সরিয়ে ফেলা উচিত। সেটি মেরামত করে আবার ব্যবহার করা যেতে পারে বা নতুন ঘড়ি দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। এতে বাড়িতে সময় সুষ্ঠুভাবে চলবে এবং অগ্রগতি হবে বলে বিশ্বাস করা হয়।
advertisement
6/8
শুকনো তুলসী গাছ: তুলসী গাছকে সরাসরি লক্ষ্মী দেবীর রূপ বলে মনে করা হয়। তুলসী গাছ শুকিয়ে গেলে, তা দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। দেবী পক্ষের সময় বাড়িতে শুকনো তুলসী গাছ থাকলে লক্ষ্মী দেবী এবং দুর্গা দেবী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তাই, শুকনো তুলসী গাছ নদীতে বা পবিত্র জলে ছেড়ে দিয়ে, নতুন তুলসী গাছ লাগানো উচিত। এটি পরিবারে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।
advertisement
7/8
অকার্যকর জিনিস: বাড়িতে পুরনো, ভাঙা, অকার্যকর জিনিস বা আসবাবপত্র থাকলে সেগুলি তৎক্ষণাৎ সরিয়ে ফেলা উচিত। অপরিচ্ছন্ন স্থানে বা ময়লা একেবারেই শুভ নয়। এই পবিত্র সময়ে এমন জিনিস বাড়িতে থাকলে, তা ইতিবাচক শক্তিকে বাধা দেয়। তাই এই জিনিসগুলি সরিয়ে ফেললে বাড়িতে ইতিবাচকতা বৃদ্ধি পায়।
advertisement
8/8
পুরনো, ছেঁড়া জুতো: পুরনো ছেঁড়া জুতো বাড়িতে দারিদ্র্য এবং নেতিবাচক শক্তির প্রতীক। এগুলি গ্রহগুলিকেও প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয়। এই শুভ সময়ে বাড়ি পরিষ্কার করার সময় এমন জিনিস সরিয়ে ফেললে বাড়িতে দারিদ্র্য আসে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2025: এখনই ফেলে দিন! ষষ্ঠীর আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এইসব জিনিস, ছোট্ট টোটকায় সংসারে টাকার বৃষ্টি, বছরভর সুখ-শান্তি