Durga Puja Travel Astrology: পুজোয় বেড়াতে গিয়েও মেজাজ খারাপ! রাশি অনুযায়ী জানুন আপনার 'পারফেক্ট ডেস্টিনেশন' পাহাড়, সমুদ্র নাকি অরণ্য—জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Durga Puja Travel Astrology: রাশি অনুযায়ী পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান করুন! ভ্রমণ করতে গিয়ে রাশি অনুযায়ী সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন আপনিও।
advertisement
1/14

রাশি অনুযায়ী পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান করুন! ভ্রমণ করতে গিয়ে রাশি অনুযায়ী সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন আপনিও।
advertisement
2/14
পুজোয় চান সকলেই ভাল ভাবে ভ্রমণ করতে। নিজের আপন মানুষ কে নিয়ে ঘুরে সময় কাটাতে চান সকলেই। এমনকি একা ঘুরতে পারেন পাহাড় থেকে সমুদ্র। দিঘা থেকে শান্তিনিকেতন। জানেন কি রাশি অনুযায়ী পুজোর ঘুরতে যাওয়ার প্ল্যান করলে তা সফল হয় একশো শতাংশ। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, রাশি অনুযায়ী যদি স্থান নির্বাচন করা হয় তাহলে ঘুরতে গেলে মন ভাল হবে।
advertisement
3/14
মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের এনার্জি প্রচুর। বেড়াতে গিয়ে আলস্য করে সময় কাটানো এঁদের পছন্দ নয়। যেখানে প্রচুর ঘুরে বেড়ানো যাবে সে রকম জায়গা এঁদের জন্য উপযুক্ত। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা গনগনিতে যেতে পারেন।
advertisement
4/14
বৃষ রাশিঃ পুজোয় বেড়ানোর জন্য বৃষ রাশির জন্য আদর্শ স্থান হতে পারে শান্তিনিকেতন। প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটানো তাঁদের জন্য বিশেষ উপযোগী। যেখানে ঘোরার সঙ্গে বিশ্রামও পাওয়া যাবে সে রকম জায়গা এঁদের পছন্দের।
advertisement
5/14
মিথুন রাশিঃ মিথুন রাশির জাতক জাতিকারা কলকাতা বা শহরতলির পুজো প্যান্ডেলগুলিতে ঘুরতে যেতে পারেন। বিভিন্ন থিম ও আলোকসজ্জা দেখে মন খুশি হয়ে যাবে। বাইরে কোথাও যেতে হলে ঐতিহাসিক গুরুত্ব আছে এমন জায়গা বেছে নিন।
advertisement
6/14
কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকরা জল ভালোবাসেন। তাই সমুদ্র এঁদের সবসময় বেশি পছন্দের জায়গা। পুজোয় এঁদের জন্য আদর্শ স্থান হতে পারে দিঘা বা মন্দারমণি।
advertisement
7/14
সিংহ রাশিঃ সিংহ রাশির জাতকরা প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভালোবাসেন। পুজোয় বেড়ানোর জন্য দার্জিলিং বা কার্শিয়াং এঁদের জন্য উপযুক্ত স্থান।
advertisement
8/14
কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকদের সুন্দর প্রাকৃতিক শান্ত পরিবেশ খুবই পছন্দ করেন। পুজোর ভিড়ভাট্টা এড়িয়ে উত্তরবঙ্গের কোনও অফবিট লোকেশনে কয়েকটা দিন কাটাতেই পারেন।
advertisement
9/14
তুলা রাশিঃ তুলা রাশির জাতকরা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন। পাহাড় এঁদের জন্য উপযুক্ত। মনোরম দৃশ্যের জায়গা এঁদের পছন্দের। কোনও নিরিবিলি পাহাড়ে গ্রামে পুজোর কয়েকটা দিন কাটাতে এঁদের ভালোই লাগবে।
advertisement
10/14
বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির পছন্দের জায়গা সমুদ্র। সমুদ্রের ধারে বসে সারা দিন কাটিয়ে দিতে পারেন এঁরা। তবে বাঙালির চিরাচরিত পুরী, দিঘার বদলে এ বার গোয়া বা কন্যাকুমারীর সাগরতট ছুটি কাটানোর জন্য বেছে নিন।
advertisement
11/14
ধনু রাশিঃ ধনু রাশির অতি পছন্দের জায়গা জঙ্গল। যেখানে জঙ্গল আছে সেই স্থান এঁদের প্রিয়। ডুয়ার্সের জঙ্গল বা আর একটু দূরে কোথাও যেতে চাইলে কাজিরাঙার গভীর অরণ্য আপনার জন্য অপেক্ষা করছে।
advertisement
12/14
মকর রাশিঃ মকর রাশির জাতকদের পাহাড়ি এলাকা খুব পছন্দের। প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে শান্ত মনোরম জায়গা এঁরা খুব পছন্দ করেন। নীলগিরি পর্বত বা উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে কোনও শৈল শহর বেছে নিন।
advertisement
13/14
কুম্ভ রাশিঃ রোমাঞ্চকর জায়গায় ছুটি কাটাতে ভালবাসেন কুম্ভ রাশির জাতকরা। তাই ট্রেকিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ আছে, এই রকম জায়গা আপনার জন্য উপযুক্ত।
advertisement
14/14
মীন রাশিঃ মীন রাশির জাতকরা বিলাসবহুল ও অভিজাত জায়গায় যেতে পছন্দ করেন। কোনও বিলাসবহুল শহর বা ঐতিহাসিক তথ্য সম্পন্ন কোনও জায়গা এঁদের খুব পছন্দের।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja Travel Astrology: পুজোয় বেড়াতে গিয়েও মেজাজ খারাপ! রাশি অনুযায়ী জানুন আপনার 'পারফেক্ট ডেস্টিনেশন' পাহাড়, সমুদ্র নাকি অরণ্য—জেনে নিন