Durga Puja Rashifal: এবার পুজোয় রাজত্ব করবেন পাঁচ রাশি! দশভূজার কৃপায় বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, পুজো কাটবে সুখের জোয়ারে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Durga Puja Rashifal: এই বছরের দুর্গাপুজোয় বৃষ, মিথুন, সিংহ, কন্যা এবং ধনু—এই পাঁচটি রাশির জন্য দারুণ কাটবে। জেনে নিন আপনার ভাগ্যে কী কী শুভ ফল অপেক্ষা করছে।
advertisement
1/6

পুজোর পাঁচটি দিন সকলেই হুল্লোড় করে কাটাতে চান। কিন্তু সকলেরই যে পুজো ভাল কাটে তা নয়। কারও ভাল কাটে, কারও খারাপ। জ্যোতিষশাস্ত্র সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, এ বছরের পুজো খুব ভাল কাটতে চলেছে পাঁচ রাশির।
advertisement
2/6
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের এই বছরের পুজো খুব ভাল কাটবে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে খুব ভাল সময় কাটবে। দাম্পত্যক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সব মিলিয়ে দুর্গাপুজোর সময়টা বৃষ রাশির জন্য খুব ভাল কাটবে।
advertisement
3/6
মিথুন: মা দুর্গা মিথুন রাশির ব্যক্তিদের জন্য সুখের সময় নিয়ে আসছেন। মহালয়ার পরেই আটকে থাকা কাজ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। পুজোর পাঁচ দিন কাজের চাপে হয়রান হতে হবে না। কাছের মানুষদের সঙ্গে শারদোৎসবের দিনগুলি আনন্দে কাটাতে পারবেন।
advertisement
4/6
সিংহ: পুজোর আগেই সিংহ রাশির ব্যক্তিদের কাজের জায়গায় পদোন্নতি হতে পারে। একই সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলবে। সমাজে নাম-যশ বৃদ্ধি পাবে। সন্তানের কাজে গর্বিত বোধ করবেন। পুজোর পাঁচ দিন পরিবারের সঙ্গে আনন্দে কাটবে।
advertisement
5/6
কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের সাহস আগের থেকে বৃদ্ধি পাবে। এর ফলে অসমাপ্ত কাজ সেরে ফেলতে পারবেন কন্যা রাশির ব্যক্তিরা। প্রেমের দিক থেকে দারুণ ফলপ্রাপ্তি ঘটবে। মনের মানুষের হাত ধরে পুজোটা খুব ভাল কাটতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে উন্নত হবে।
advertisement
6/6
ধনু: মা দুর্গার আশীর্বাদে ধনু রাশিরও সুখের সময় শুরু হবে। কাজে পদোন্নতির সুযোগ পাবেন। সহকর্মীরা আপনার গুণগান গাইবেন। একাধিক দিক থেকে ভাল খবর আসতে পারে। সন্তানের কাজে গর্বিত বোধ করবেন। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পুজোটা পরিবারের সকলের সঙ্গে আনন্দ-সহ কাটবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja Rashifal: এবার পুজোয় রাজত্ব করবেন পাঁচ রাশি! দশভূজার কৃপায় বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, পুজো কাটবে সুখের জোয়ারে