Ma Durga's Favourite Zodiac Signs: চাকরিতে এক লাফে উন্নতি! দৌড়বে কেরিয়ার! মা দুর্গার প্রিয় এই ৩ রাশি সুখের সাগরে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ma Durga's Favourite Zodiac Signs:দেবী দুর্গার কিছু প্রিয় রাশি আছে। সেই রাশিগুলির জাতক জাতিকাদের জীবনে এই শারদীয়ায় আসতে চলেছে সুখের বর্ষা।
advertisement
1/5

চলছে দেবীপক্ষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জীবনে একাধিক শুভ ও অশুভ পরিবর্তন আসতে চলেছে একাধিক যোগের উপস্থিতিতে।
advertisement
2/5
দেবী দুর্গার কিছু প্রিয় রাশি আছে। সেই রাশিগুলির জাতক জাতিকাদের জীবনে এই শারদীয়ায় আসতে চলেছে সুখের বর্ষা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/5
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মা দুর্গার অত্যন্ত প্রিয় রাশি হল বৃষ। এই রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার বিশেষ কৃপা থাকে।
advertisement
4/5
সিংহরাশির জাতক জাতিকাদের উপর মা সিংহবাহিনীর আশীর্বাদ সব সময় বর্ষিত হয়। তাঁদের কেরিয়ার এবং চাকরির জায়গায় কর্মোন্নতি হাতের মুঠোয় চলে আসে।
advertisement
5/5
তুলারাশির জাতক জাতিকাদের আরাধ্য গ্রহ শুক্র এবং আরাধ্য দেবী দুর্গা। তাঁরা দশভুজার আরাধনা করলে জীবন থেকে বাধা বিঘ্ন সরে যায়। বর্ষিত হয় সুখ ও সৌভাগ্য।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ma Durga's Favourite Zodiac Signs: চাকরিতে এক লাফে উন্নতি! দৌড়বে কেরিয়ার! মা দুর্গার প্রিয় এই ৩ রাশি সুখের সাগরে