TRENDING:

Navratri 2024: নবরাত্রির ৯ দিন, কবে কোন রঙের পোশাক পরলে শুভ? জ্যোতিষ মানলে জীবনে সুখ-অর্থের জোয়ার

Last Updated:
Navratri 2024: দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে ন'টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয়। অক্টোবরের ৩ তারিখ শনিবার থেকে নবরাত্রি শুরু হচ্ছে। দুর্গাপুজো বা নবরাত্রিতে রংয়ের বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
1/11
নবরাত্রির ৯ দিন,কবে কোন রঙের পোশাক পরলে শুভ?জ্যোতিষ মানলে জীবনে সুখ-অর্থের জোয়ার
*দুর্গাপুজোয় বাকি আর মাত্র কয়েকটা দিন। অনেকেই জোর কদমে শুরু করে দিয়েছে পুজোর কেনাকাটা। দেবীপক্ষের সূচনা থেকেই পুজো বা উৎসব শুরু হয়ে যায়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*শাস্ত্রমতে এই দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, এই সময়ে ন'টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয়। এই ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ রায় জানান, অক্টোবরের ৩ তারিখ শবিবার থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। দুর্গাপুজো বা নবরাত্রিতে রংয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/11
*নবরাত্রি প্রথম দিন: এদিন পুজো হয় মা শৈল পুত্রীর। দেবী শৈল পুত্রীর পুজোতে হলুদ রঙের পোশাক পরা শুভ। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*নবরাত্রির দ্বিতীয় দিন: ব্রহ্মচারিণীর পুজো হয়। এদিন সবুজ রং পড়তে পারেন। এই রং নতুন শুরু বৃদ্ধি ও উর্বরতার প্রতীক। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*নবরাত্রীর তৃতীয় দিন: নবরাত্রির তৃতীয় দিনে চন্দ্র ঘণ্টার পুজো করা হয়। এদিন বাদামি রঙের পোশাক পরা খুব শুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*নবরাত্রির চতুর্থ দিন: নবরাত্রি চতুর্থ দিন কুস্মন্ডার পুজো হয়। এদিন কমলা রঙ্গের পোশাক জীবনে ইতিবাচকতা আনতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*নবরাত্রির পঞ্চম দিন: নবরাত্রি পঞ্চম দিনে স্কন্ধ মাতার আরাধনা করা হয়। এদিন তাই সাদা পোশাক পরা শুভ। সাদা রং বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*নবরাত্রির ষষ্ঠ দিন: নবরাত্রি ষষ্ঠ দিনে কাত্তায়নীর পুজোকরা হয়। এই সময় লাল রঙের পোশাক পরা শুভ। লাল রঙ ভক্তদের শক্তি যোগায়। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*নবরাত্রির সপ্তম দিন: সপ্তম দিনে কাল রাত্রের আরাধনা করা হয়। এদিন তাই নীল রংয়ের পোশাক পরা শুভ। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*নবরাত্রির অষ্টম দিন: মা মহা গৌরীর পূজা করা হয়। এদিন তাই গোলাপি রঙের পোশাক পরা শুভ বলে ধরা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
11/11
*নবরাত্রি নবম দিন: মা দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হয়। মা সিদ্ধিদাত্রী বেগুনি রং পছন্দ করেন। তাই এদিন বেগুনি রংয়ের পোশাক পরা শুভ। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Navratri 2024: নবরাত্রির ৯ দিন, কবে কোন রঙের পোশাক পরলে শুভ? জ্যোতিষ মানলে জীবনে সুখ-অর্থের জোয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল