TRENDING:

Durga Puja 2023 Zodiac Signs: কোন রাশির কেমন কাটবে দুর্গা পুজো? মায়ের শুভ দৃষ্টিতে এই তিন রাশির ভাগ্যে শুধুই অর্থলাভ!

Last Updated:
Durga Puja 2023 Zodiac Signs: কেমন কাটবে দুর্গাপুজো? ভাগ্য বদলে যাবে এই তিন রাশির! শুধুই অর্থবৃষ্টি! জানুন বিখ্যাত জ্যোতিষ গ্রাম কাপিষ্ঠার জ্যোতিষীর মত!
advertisement
1/7
কোন রাশির কেমন কাটবে দুর্গা পুজো? মায়ের শুভ দৃষ্টিতে এই তিন রাশির ভাগ্য বদল!
আর মাত্র এক মাস! তারপরই শেষ বাঙালির অপেক্ষা। শুরু দুর্গাপূজা। মহালয়ার পরের দিনই দেবী পক্ষের প্রথম দিন শুরু, প্রথম দিন এবং বাকি আট দিন ধরে দেবীর নয়টি রূপ পূজিত হয়ে আসে। অপরদিকে আমরা বাঙালিরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম দিনগুলি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বলে পালন করি।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/7
মহিষাসুরমর্দিনী মা দুর্গা প্রতিবছর ধরাধামে অবতীর্ণ হন অশুভ শক্তির দমনের জন্য। তবে আসন্ন দুর্গা পূজার আগে এবং দুর্গাপূজার দিনগুলিতে মা দুর্গা কাদের উপর বিশেষভাবে প্রসন্ন থাকেন? অর্থাৎ কোন রাশির জাতক জাতিকাদের উপরে বর্ষিত হয় মায়ের কৃপা দৃষ্টি? কাদের উন্নতি দ্রুত গতিতে ঘটে এই সময়? সব রকম বিপদ থেকে কাদের রক্ষা করেন মা? মায়ের প্রিয় কারা?(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/7
বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষ গ্রাম কাপিষ্ঠা। বাঁকুড়া জ্যোতিষগ্রাম কাপিষ্ঠায় বাস ৮ জ্যোতিষ পরিবারের। তাদের মধ্যেই এক স্বনামধন্য জ্যোতিষী জানান। মূলত তিন রাশির ওপর বিশেষভাবে কৃপা দৃষ্টি থাকে মা দুর্গার।মূলত এই তিন রাশির জাতক-জাতিকারা বিশেষ দৃষ্টি পান মায়ের। জানুন(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/7
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকারা দুর্গাপুজোর আগে এবং দুর্গাপুজোর সময় বিবিধ সাফল্য লাভ করেন। একদম বিলাসিতার সঙ্গে কাটবে তাদের সময়। চাকরি এবং বিবাহ সংক্রান্ত সুখবর এই সময় পেয়ে থাকেন মেষ রাশির জাতক-জাতিকারা।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/7
সিংহ রাশি: সিংহ রাশি জাতক জাতিকারা মা দুর্গার সবসময়ই প্রিয়। মা দুর্গার কৃপাদৃষ্টি তাদের উপর বিরাজমান। পুজোর আগে এবং পুজোর মুহূর্তে এই রাশির সুখ শান্তি আরও বেড়ে যায়। শক্ত হয় প্রেমের বন্ধন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির খবর আসে এই সময়।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
6/7
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উপর মা দুর্গার বিশেষ দৃষ্টি থাকে পূজা চলাকালীন। কোনরকম ক্ষতি তাদের ধারে কাছে ঘেষতে দেয় না মা দুর্গা। চিন্তা ছাড়াই ফুরফুরে মেজাজে এই সময় দিন কাটাতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর্থিক উন্নতিও অনিবার্য।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
7/7
মাত্র তিনটি রাশি দেখে মন খারাপ করবার কিচ্ছু নেই। স্বনামধন্য জ্যোতিষী জানান মা দুর্গা পক্ষপাতিত্ব করেন না। মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর সদা বিরাজমান। কিন্তু এই সময় গ্রহণক্ষত্রের অবস্থান অনুযায়ী এই তিন রাশির সবথেকে বেশি লাভবান হয়। বছরের অন্যান্য সময় বাকি রাশিগুলির উপর থাকে বিশেষ প্রভাব। (লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2023 Zodiac Signs: কোন রাশির কেমন কাটবে দুর্গা পুজো? মায়ের শুভ দৃষ্টিতে এই তিন রাশির ভাগ্যে শুধুই অর্থলাভ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল