Durga Puja 2023 Lucky Zodiac: অক্টোবরে ৬ গ্রহের গোচর! এই ৪ রাশির জাতক-জাতিকারা যেখানেই হাত দেবেন ফলবে সোনা
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2023 Lucky Zodiac: একাধিক গ্রহের গোচর ঘটছে। নতুন অবস্থানের ফলে প্রায় সমস্ত রাশির মানুষের উপরই প্রভাব পড়বে। কারও ভাগ্য প্রসন্ন হবে, জীবনে আসবে বাধা-বিপত্তি।
advertisement
1/11

*কালের নিয়মে স্থান পরিবর্তন করে গ্রহ নক্ষত্রেরা। আর তার ফলেই পৃথিবীর মানুষের ভাগ্যে ঘটে যায় নানা অদল বদল, এমনই বিশ্বাস করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। মাস বা বছরের হিসেবে এই মহাজাগতিক স্থান পরিবর্তনকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গুরুত্ব রয়েছে তিথিরও।
advertisement
2/11
*অক্টোবর মাস জুড়েই নানা উৎসব। ভারতীয় হিন্দুদের পুজোপার্বণ হলেও এই সব উৎসব অনেক ক্ষেত্রেই সামাজিক হয়ে উঠেছে। এই মাসে আবার একাধিক গ্রহের গোচর ঘটছে। নতুন অবস্থানের ফলে প্রায় সমস্ত রাশির মানুষের উপরই প্রভাব পড়বে। কারও ভাগ্য প্রসন্ন হবে। কারও ক্ষেত্রে জীবনে আসবে বাধা-বিপত্তি।
advertisement
3/11
*অক্টোবর রাত ৮ টা ২৯ মিনিটে কন্যা রাশিতে গোচর করেছে বুধ।
advertisement
4/11
*২ অক্টোবর রাত ১২ টা ৪৩ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করছে শুক্র।
advertisement
5/11
*৩ অক্টোবর বিকেল ৫ টা ১২ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করেছে মঙ্গল।
advertisement
6/11
*১৮ অক্টোবর তুলা রাশিতেই গোচর করবে সূর্য।
advertisement
7/11
*৩০ অক্টোবর রাহু মীন রাশিতে এবং কেতু তুলা রাশিতে প্রবেশ করবে। এরই প্রভাবে কয়েকটি রাশির জীবনে আসবে উন্নতি। কোন কোন রাশির জীবনে এই সময় উন্নতি হতে পারে দেখে নেওয়া যাক—
advertisement
8/11
advertisement
9/11
*সিংহঃ বৈবাহিক জীবন সুখী হবে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও লাভের হার বাড়বে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে।
advertisement
10/11
*কন্যাঃ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসাতেও লাভ হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পরিশ্রমের ফল পাওয়া যাবে।
advertisement
11/11
*ধনুঃ আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। ব্যয়ের তুলনায় আয় বৃদ্ধি পাবে। সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আদালতে কোনও মামলা চললে ইতিবাচক নিষ্পত্তি হতে পারে। বৈবাহিক জীবন ভাল থাকবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2023 Lucky Zodiac: অক্টোবরে ৬ গ্রহের গোচর! এই ৪ রাশির জাতক-জাতিকারা যেখানেই হাত দেবেন ফলবে সোনা