TRENDING:

Durga Puja 2023: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর

Last Updated:
এঁরা খুব পরিশ্রমী৷ ক্লান্তি যেন এঁদের ছুঁতে পারে না৷ গঠনমূলক কাজে জড়িয়ে থাকতে পছন্দ করেন৷ পুজোর মাসটা এঁদের বেশ ভালই যাবে৷ টাকা, প্রেম, খ্যাতি সবই পাবেন৷ তবে দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে থাকবেন৷
advertisement
1/23
টাকা থেকে প্রেম! কেমন কাটবে পুজো? বলে দেবে আপনার নামেরই শুরুর অক্ষর
মানুষের জীবনে নামের গুরুত্ব অনেক। কোন মানুষের নামের আদ্যক্ষর কী, তা অনেকটাই প্রভাব ফেলে সেই মানুষের ব্যক্তিত্বের উপরে৷ অন্তত, তেমনটাই মনে করছে জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতেরা৷ পুজোর সময়টা কার হাতে পয়সা থাকবে, কার জীবনে আসবে নতুন প্রেম, তা বলে দিচ্ছে আপনার নামের প্রথম অক্ষরই..
advertisement
2/23
A: যাঁদের নাম A দিয়ে শুরু, তাঁরা সাধারণত, স্বচ্ছ, নির্ভীক এবং আত্মবিশ্বাসী হন৷ যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে তাঁদের খুব একটা সময় লাগে না৷ তবে, সাহসী মনোভাব হওয়ার কারণে মাঝেমধ্যে অকারণ বিপদের মুখেও পড়ে যান তাঁরা৷ জ্যোতিষ পণ্ডিতেরা বলছেন, এবারের পুজোয় নতুন প্রেম আসতে পারে এঁদের জীবনে৷ তবে. পাশাপাশি, শরীরিক সমস্যাও থাকতে পারে৷ পুজোর সময় লোভে পড়ে বেশি কিছু উল্টোপাল্টা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা৷ এতে লাভ কিছুই হবে না, উল্টে হবে ক্ষতি৷
advertisement
3/23
B: যাঁদের নামের শুরু B দিয়ে, তাঁরা খুব দায়িত্ববান হন৷ কাছের লোকেদের যত্ন নিতে ভালবাসেন৷ প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সঙ্গীর প্রতি বিশেষ যত্নবান হন৷ তাঁদের ইচ্ছে-অনিচ্ছের সহজেই বুঝে ফেলতে পারেন৷ পুজোর মাসটা এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ কারণে, বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে হতে পারে এঁদের৷
advertisement
4/23
C: এই মানুষেরা চরিত্রগত দিক থেকে সৃজনশীল৷ যে কোনও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন৷ অন্যদের সঙ্গেও মিশে যেতে পারেন সহজে৷ বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার ক্ষমতাও এঁদের মধ্যে বেশি৷ পুজোর সময়টা টাকা এবং প্রেম দুইয়ের দিক থেকেই মাঝারি রকম কাটবে এঁদের৷ পারিবারিক পরিবেশও তেমন সুখময় না-ও থাকতে পারে৷
advertisement
5/23
D: এঁরা চারিত্রিক দিক থেকে অত্যন্ত পরিশ্রমী হন৷ ব্যবসা হোক কি চাকরি সব ক্ষেত্রেই পরিশ্রম এঁদের কাঙ্খিত সাফল্য এনে দেয়৷ তবে কখনও কখনও সব কিছুতে সাফল্য পাওয়ার আকাঙ্খা এঁদের দৃশ্যত আত্মকেন্দ্রিক করে তোলে৷ এবারের পুজোয় এঁদের হাতে ভালরকম টাকা আসবে৷ কিন্তু, কিছুই ধরে রাখতে পারবেন না৷ সবই প্রায় জলের মতো হুহু করে খরচ হয়ে যাবে৷ ব্যয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে৷
advertisement
6/23
E:এঁরা যে কোনও প্রতিকূল পরিবেশে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা রাখেন৷ মানুষকে প্রাণ দিয়ে ভালবাসেন৷ কিন্তু, সেই ভাবে সেই ভালবাসা উল্টোদিক থেকে ফেরত পান না৷ পুজোর সময়টা সাবধানে থাকুন৷ টাকার ভাগ্য মাঝারি৷
advertisement
7/23
F:এঁরা স্বভাবত সহানুভূতিশীল৷ অন্য মানুষের বিপদে সাহায্য করতে সবসময় এগিয়ে আসেন৷ পুজোর মাসটা এঁদের বেশ ভালই যাবে৷ অর্থ, খ্যাতি সবেরই যোগ রয়েছে৷ তবে হুটহাট প্রেমে পড়ে বিশ্বাস করবেন না৷
advertisement
8/23
G: এঁরা ধর্মপ্রাণ৷ প্রেমের বিষয়েও অত্যন্ত সিরিয়াস৷ যে কোনও অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হন না৷ তবে খুব তাড়াতাড়ি রেগেও যান৷ অক্টোবর মাসটা সাবধানে থাকুন৷ অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন৷ অর্থভাগ্য মাঝারি৷
advertisement
9/23
H: যে কোনও কাজে এঁদের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো৷ ব্যবসায় সফল হন৷ তবে পুজোর সময়টা একটু খেয়াল রাখুন৷ চট করে রেগে যাবেন না৷ কিছু না করেই দুর্নামের ভাগীদার হতে পারেন৷ এই সময় হাতে তেমন টাকাও আসবে না৷
advertisement
10/23
I: এঁরা অত্যন্ত নির্ভরযোগ্য, বুদ্ধিমান৷ সহানুভূতিশীল তো বটেই৷ এঁদের এই চারিত্রিক বৈশিষ্টের জন্য সহজেই বিপরীত লিঙ্গের মানুষ এঁদের প্রতি আকৃষ্ট হন৷ এই নিয়ম পুজোর মাসটা এঁদের ভালই কাটবে৷ অর্থ ভাগ্যও মোটের উপরে ভাল৷ প্রেমের ভাগ্যও ভাল৷
advertisement
11/23
K: এঁরা খুব একগুঁয়ে প্রকৃতির৷ তবে যে কোনও কঠিন পরিস্থিতি সামলাতে সিদ্ধহস্ত৷ যে কোনও ভাল কাজে এগিয়ে আসতে পিছপা হন না৷ পুজোর সময়টা ভালই কাটবে৷ টাকাও ভালই আসবে হাতে৷ তবে মাসের শেষের দিকটা সতর্ক থাকুন৷
advertisement
12/23
L: এঁরা দানশীল৷ পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারেন৷ চাকরি এবং ব্যবসায় নতুন কিছু করে দেখানোর খিদে থাকে৷ পুজোর মাসটা এঁদের ভাল-মন্দ মিশিয়ে কাটবে৷ অর্থভাগ্য মাঝারি৷ তবে নতুন প্রেম আসার সুযোগ একেবারে নই বললেই চলে৷
advertisement
13/23
M:এই মানুষেরা দৃঢ়চেতা হন৷ সৎ, কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করেন৷ তবে মাঝেমধ্যে সে জন্য পরিবারের দিকটা হয়ত একটু অবহেলিত হয়৷ পারলে এই পুজোয় দু’দিক বজায় রেখে চলার চেষ্টা করুন৷ অর্থ ভাগ্য বেশ ভাল৷
advertisement
14/23
N: এঁরা অত্যন্ত স্বাধীনচেতা, কল্পনাপ্রবণ হন৷ নিজের ভাবনা স্পষ্ট ও নির্ভীক ভাবে প্রকাশ করতে পারেন৷ মূল্যবোধ চরম৷ তবে এঁরা খুব একটা কর্মঠ হন না৷ অক্টোবর মাসটা এঁদের জন্য খুব একটা ভাল যাবে না৷ অর্থভাগ্য মধ্যম৷
advertisement
15/23
O:এঁরা সকলকে আগলে রাখতে ভালবাসেন৷ ন্যায়বাগীশ৷ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন৷ পুজোর মাসটা এঁদের খুবই ভাল কাটবে৷ জীবনে নতুন প্রেম আসার যোগ রয়েছে৷ অর্থভাগ্যও জম্পেশ৷
advertisement
16/23
P: এঁরা বাগ্মী৷ পছন্দ করেন ভোগ বিলাস৷ কিন্তু, সকলের মধ্যে থেকেও কেন না জানি আলাদা হয়ে যান৷ সকলকে খুশি রাখার ক্ষমতা এঁদের রয়েছে৷ পরিশ্রম করে পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারেন৷ পুজোর সময় এঁদের বড় কোনও অর্থপ্রাপ্তি হতে পারে৷ হাতে হঠাৎ করেই আসবে টাকা৷ হতে পারে নতুন প্রেম৷
advertisement
17/23
Q: এঁরা মেধাবী৷ দায়িত্বশীল৷ ইচ্ছাশক্তিও এঁদের প্রবল৷ পুজোর মাসটা আহামরি না কাটলেও, খারাপও কাটবে না৷ টাকার ভাগ্য মধ্যম৷
advertisement
18/23
R: এঁরা খুব সহনশীল, ইতিবাচক চরিত্রের অধিকারী৷ জানার আগ্রহও প্রবল৷ তবে কূটনীতির কিছুই বোঝেন না৷ পুজোর মাসে এঁদের হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে৷ তবে প্রেম ভাগ্য তেমন ভাল নয়৷ খরচ নিয়ে সাবধান৷
advertisement
19/23
S: এঁরা উদ্যমী৷ প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন৷ কোনও ভাবেই পিছিয়ে পড়তে চান না৷ ফলে মাঝেমধ্যেই হতাশা ঘিরে ধরে এঁদের৷ এঁরা আত্মনির্ভর৷ অন্যের কথা মন দিয়ে শুনলেও, নিজের যা ভাল মনে হয় তা-ই করেন৷ এই বছরটাই এঁদের জন্য ভাল৷ অক্টোবর মাসও কাটবে দুর্দান্ত৷ অর্থভাগ্য সারা বছরই ভাল৷ এই মাসেও হাতে ভাল রকম টাকা থাকবে৷ তবে প্রেম ভাগ্য তেমন ভাল নয়৷
advertisement
20/23
T: এঁরা শান্তিপ্রিয়৷ কোনও ঝামেলায় পড়তে চান না৷ নিজের মধ্যে থাকতে ভালবাসেন৷ সৎ৷ যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারেন৷ অক্টোবর মাসে খুব কিছু আশা না করাই ভাল। যেমন চলছে তেমনই চলবে। খারাপও কিছু হবে না।
advertisement
21/23
U: এঁদের অন্যকে আকর্ষণ করার ক্ষমতা প্রবল৷ অন্যকে সহজেই প্রভাবিত করতে পারেন৷ অর্থভাগ্য মধ্যম৷ খ্যাতি আসবে৷ মাসের শেষ দিকে অসুখে পড়তে পারেন৷
advertisement
22/23
V: এঁরা খুব পরিশ্রমী৷ ক্লান্তি যেন এঁদের ছুঁতে পারে না৷ গঠনমূলক কাজে জড়িয়ে থাকতে পছন্দ করেন৷ পুজোর মাসটা এঁদের বেশ ভালই যাবে৷ টাকা, প্রেম, খ্যাতি সবই পাবেন৷ তবে দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে থাকবেন৷
advertisement
23/23
Y: Y তো বটেই, বাংলায় ‘য’ দিয়ে যাঁদের নাম তাঁরাও এটি মানতে পারেন। এঁরা ঠৌঁট কাটা। নিজেদের কাজে অন্যের নাক গলানো পছন্দ করেন না। বাইরেটা কঠিন হলেও মনের দিক থেকে নরম। পুজোর মাসটা এঁদের ভালই কাটবে। হঠাৎ, দারুণ কোনও সুযোগ এসে যেতে পারে৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত৷ এর সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2023: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল