TRENDING:

Durga Puja 2023: দুর্গাপুজোর বাকি ৩০ দিন! দেবীর বোধন থেকে নিরঞ্জন, মিলিয়ে নিন এ বছরের নির্ঘণ্ট

Last Updated:
Durga Puja 2023 Date Time and Schedule: দুর্গাপুজোর বাকি ৩০ দিন। পুজো শুরু বলতেই মহালয়া মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী...
advertisement
1/11
দুর্গাপুজোর বাকি ৩০ দিন! দেবীর বোধন থেকে নিরঞ্জন, মিলিয়ে নিন এ বছরের নির্ঘণ্ট
*Durga Puja 2023 Date And Time: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শারদ আনন্দে মেতে উঠবে বাঙালি। তবে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা চলছে জর কদমে। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*দুর্গাপুজোর শুরু বলতেই মহালয়া। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর জানান দেয় মা আসছেন। মহালয়া থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে, শুভ সূচনা হয় দেবী পক্ষের। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*বাংলা পঞ্জিকা মতে, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে হয় মা দুর্গার বোধন। এ বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, এ বছরের মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*মহাপঞ্চমীঃ ১৯ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার মহাপঞ্চমী। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*মহাষষ্ঠীঃ ২০ অক্টোবর (২ কার্তিক) শুক্রবার মহাষষ্ঠী। এ দিনই হবে দেবীর বোধন। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*মহাসপ্তমীঃ ২১ অক্টোবর (৩ কার্তিক) শনিবার মহাসপ্তমী। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*মহাঅষ্টমীঃ ২২ অক্টোবর (৪ কার্তিক) রবিবার। পঞ্জিকা অনুযায়ী এ বছর সন্ধিপুজোর সময় ২২ অক্টোবর বিকেল ৪ঃ৫৪ মিনিট থেকে ৫ঃ৪২ মিনিটের মধ্যে। পঞ্জিকা অনুযায়ী বলিদান সেরে ফেলতে হবে বিকাল ৫ঃ ১৮ মিনিটের মধ্যে। এই সময়ক্ষণ শেষ হচ্ছে ৫ মিনিট ৪২ সেকেন্ডে। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*মহানবমীঃ ২৩ অক্টোবর (৫ কার্তিক) সোমবার মহানবেমী। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*বিজয়া দশমীঃ ২৪ অক্টোবর (৬ কার্তিক) মঙ্গলবার বিজয়া দশমী। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে  ১০ কার্তিক অর্থাৎ ২৯ অক্টোবর রবিবার। সংগৃহীত ছবি। 
advertisement
11/11
*এ বছর সপ্তমী পড়েছে শনিবার। তাই এ বার মা দুর্গা আসছেন ঘোড়ায় চেপে। গমন ঘটবে একই বাহনে অর্থাৎ ঘোড়াতেই কৈলাসে ফিরবেন দেবী। দেবীর আগমন একই বাহনে হাওয়া নাকি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2023: দুর্গাপুজোর বাকি ৩০ দিন! দেবীর বোধন থেকে নিরঞ্জন, মিলিয়ে নিন এ বছরের নির্ঘণ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল