TRENDING:

Hanuman Puja Rituals : চাকরির খোঁজে রয়েছেন?কাঙ্খিত সাফল্য আসছে না? বছরের শেষ বড় মঙ্গলবারে করুন এই ছোট্ট কাজ

Last Updated:
Hanuman Puja Rituals : হনুমানজিকে চোলা অর্পণ করুন। এই দিন সুন্দরকান্ড পাঠ করুন। জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি কেটে যাবে।
advertisement
1/5
চাকরির খোঁজে রয়েছেন, সাফল্য পাচ্ছেন না? বছরের শেষ বড় মঙ্গলবারে করুন এই কাজ
জৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার। শাস্ত্রমতে এই দিন পবনপুত্র হনুমানের পুজো করলে তার বিশেষ কৃপা পাওয়া যায়। পাওয়া যায় সমস্ত বাধা, বিপত্তি থেকে মুক্তি।
advertisement
2/5
সনাতন পুরোহিত ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, আগামী ১১ জুন ২০২৪ এর শেষ বড় মঙ্গলবার। এই দিন পবনপুত্র হনুমানের কৃপা পেতে তার পুজো করা উচিত। কয়েকটি সাধারণ নিয়ম মেনে পুজো করলেই বিশেষ ফল পাওয়া যায়।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, সনাতন ধর্ম মতে বিশ্বাস জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারই প্রভু রামের দেখা পেয়েছিলেন পবনপুত্র। তাই এই দিনটি তার কাছে বিশেষ। বড় মঙ্গলবারে হনুমানজিকে চোলা অর্পণ করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, এই দিন সুন্দরকান্ড পাঠ করলে জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি কেটে যায়।
advertisement
4/5
তিনি বলছেন, এই বড় মঙ্গলবার তাঁদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যাঁরা কাজ অথবা উপার্জনের খোঁজে রয়েছেন। তিনি বলছেন, এই দিন বজরংবলীকে প্রসাদরূপে এক খিলি পান অর্পণ করা উচিত। পান অর্পণ করার পর নিষ্ঠাভরে পুজো এবং হনুমান চালিশা পাঠ করলে মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
5/5
দামোদর বাবু জানিয়েছেন, যাদের ব্যবসায় মন্দা চলছে অথবা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না, তারা বড় মঙ্গলবার হনুমানজির পুজো করুন। এরপর তাঁর পা থেকে সিঁদুর সংগ্রহ করুন। তারপর সেই সিঁদুর দিয়ে একটি সাদা পাতায় থাকুন স্বস্তিক। তারপর সোনালী ফ্রেমে বাঁধিয়ে আপনার ওয়ার্কডেস্ক এ রাখুন। দেখুন কিভাবে আসবে সাফল্য।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Puja Rituals : চাকরির খোঁজে রয়েছেন?কাঙ্খিত সাফল্য আসছে না? বছরের শেষ বড় মঙ্গলবারে করুন এই ছোট্ট কাজ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল