TRENDING:

Rakhi Astro Tips: রাখি শুধু রেশমি সুতো নয়, লুকিয়ে বহু সমস্যার সমাধান! কাটে নজর দোষ, খুলে যায় বন্ধ ভাগ্যের দরজা, তবে এই রঙের সুতো কখনই নয়

Last Updated:
Rakhi Astro Tips: যেন রাখির সুতোর রং কালো না হয়। লাল, হলুদ এবং সাদা রঙের রাখির সুতো খুব শুভ।
advertisement
1/5
রাখি শুধু রেশমি সুতো নয়, লুকিয়ে বহু সমস্যার সমাধান! কাটে নজর দোষ, টলে বিপদ
রাখি পূর্ণিমা একটি বিশেষ তিথি। সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে কয়েকটি ছোট্ট টোটকা করলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
ধীমানবাবু জানিয়েছেন, এই দিন অবশ্যই রাখির সুতোর রং এর দিকে নজর দিতে হবে। কোনওভাবেই যেন রাখির সুতোর রং কালো না হয়। লাল, হলুদ এবং সাদা রঙের রাখির সুতো খুব শুভ।
advertisement
3/5
তিনি বলছেন, কোনও ব্যক্তির যদি আয়, উন্নতি থমকে থাকে, তাহলে তার ওপর নজর দোষ লেগে থাকতে পারে। তাই এদিন রাখির থালায় একটি ফিটকিরি রাখা উচিত। সেই ফিটকিরি ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে দিলে নজর দোষ কেটে যায়।
advertisement
4/5
রাখি পূর্ণিমার দিন বজরংবলীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন ধীমানবাবু। তিনি বলছেন, এদিন বজরংবলীকে রাখি বেঁধে দিলে, জীবনের সব ধরনের সমস্যা থেকে রক্ষা করেন পবনপুত্র। তবে অবশ্যই তাঁকে লাল সুতোর রাখি বাঁধতে হবে।
advertisement
5/5
এই পুরোহিত জানিয়েছেন, রাখি পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে পাঁচ রকমের মিষ্টি দিয়ে পুজো দেওয়া উচিত। এমনটা করলে দেবী লক্ষীর কৃপা পাওয়া যায় সাংসারিক জীবনে কেটে যায় বিভিন্ন সমস্যা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rakhi Astro Tips: রাখি শুধু রেশমি সুতো নয়, লুকিয়ে বহু সমস্যার সমাধান! কাটে নজর দোষ, খুলে যায় বন্ধ ভাগ্যের দরজা, তবে এই রঙের সুতো কখনই নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল