TRENDING:

Baba Lokenath Puja 2024: বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই করুন এই ৫ কাজ, কাটবে বিপদ-সঙ্কট! মনের সব ইচ্ছা হবে পূরণ

Last Updated:
Baba Lokenath Puja 2024: ২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
advertisement
1/7
বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই করুন এই ৫ কাজ, কাটবে বিপদ-সঙ্কট! মনের ইচ্ছা পূরণ
'রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।' বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং ব্রহ্মচারী লোকনাথ বাবা৷
advertisement
2/7
২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ সকলের বাড়িতেই আজ তাঁর পুজো হবে৷ সকলেই নিষ্ঠাভরে তাঁর পুজো করেন৷ সামান্য ঘরোয়া আয়োজনেই তাঁর পুজো হয়, আর তাতেই তিনি তুষ্ট হন৷
advertisement
3/7
খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
advertisement
4/7
ব্রহ্মচারী লোকনাথ বাবাকে তুষ্ট করতে আজকের দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনও সাদা ফুল লোকনাথ বাবাকে নিবেদন করুন৷ বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়৷ তাই তাঁর পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন৷
advertisement
5/7
বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হল, তালের শাঁস, কালোজাম ও মিছরি৷ পুজোর সময় এগুলি নিবেদন করতে ভুলবেন না৷ লোকনাথ বাবার পুজোর সময়ে সবসময় সাদা মিষ্টি নিবেদন করুন৷ যে কোনও ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হন বাবা লোকনাথ৷
advertisement
6/7
পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনও ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভাল ফল পাবেন৷
advertisement
7/7
ব্রহ্মচারী লোকনাথ বাবার আরাধনা করলে আর্থির সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই সঙ্কট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন৷ এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে৷ প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তাঁর অশেষ কৃপায় মনের কামনা-বাসনা সব পূরণ হবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Baba Lokenath Puja 2024: বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই করুন এই ৫ কাজ, কাটবে বিপদ-সঙ্কট! মনের সব ইচ্ছা হবে পূরণ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল